TRENDING:

সুশান্তকে বিয়ে করবেন বলে ফিরিয়ে দিয়েছিলেন 'বাজিরাও মস্তানি'র প্রস্তাব, আজও হাত কামড়ান অঙ্কিতা

Last Updated:
অঙ্কিতার কথায়, তিনি একসময় কেরিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বনশালির 'বাজিরাও মাস্তানি'র মতো ছবিতে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন।
advertisement
1/8
সুশান্তকে বিয়ে করবেন বলে ফিরিয়েছিলেন 'বাজিরাও'-এর প্রস্তাব, আজও  আফশোস অঙ্কিতার
‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অঙ্কিতা-সুশান্তের প্রেম। এমনকি জনসমক্ষে ‘ঝলক দিখলা যা’র মঞ্চে প্রেমিকাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন সুশান্তয কিন্তু ৬ বছরের প্রেমে হঠাৎ ছেদ পড়ে।
advertisement
2/8
ঠিক যেভাবে রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়, সেভাবেই প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানাবিধ গুঞ্জন শোনা যায়।
advertisement
3/8
অঙ্কিতার প্রথম টিভি সিরিজই ছিল সুপারহিট। ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। এর পরে সে-ভাবে আর তাঁকে টিভির পর্দায় দেখা যায়নি। বলিউডে বড় পর্দাতেও অবশ্য নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অঙ্কিতা। তাঁর ঝুলিতে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-র মতো হিট ছবিও। এমনকী ‘মণিকর্ণিকা’ ছবিতে কঙ্গনার পাশে আলাদা ভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
advertisement
4/8
এক সময় টিভি খুললেই দেখা যেত মানব-অর্চনার প্রেমকাহিনী। আর এ-ভাবেই ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকের অর্চনা যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিল। এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় ওই ধারাবাহিকের ভিডিও ক্লিপ। ভক্তরাও আবেগতাড়িত হয়ে পড়েন। অথচ অর্চনার ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডেকে বর্তমানে আর টিভি-র পর্দায় দেখা যায় না। এটা নিয়ে অভিনেত্রীর ভক্তদের মনেও প্রশ্ন জাগে!
advertisement
5/8
অঙ্কিতার কথায়, তিনি একসময় কেরিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বনশালির 'বাজিরাও মাস্তানি'র মতো ছবিতে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন।
advertisement
6/8
অঙ্কিতাঅঙ্কিতার জানান, ভনশালি তাঁকে ফোন করে বলেছিলেন, ‘‘বাজিরাও মস্তানিতে অভিনয় করো। না হলে পরে হাত কামড়াতে হবে।’’ কিন্তু অঙ্কিতা জানিয়েছিলেন, ‘‘না স্যর, আমি আগে বিয়ে করতে চাই।’’ লোখান্ডে- সুশান্ত সিংয়ের প্রাক্তন বান্ধবী৷ 'পবিত্র রিস্তা' দিয়ে নাম করে ফেলেছিলেন টেলি দুনিয়ায়৷  অর্চনা নামে প্রতিটি ঘরে পরিচিত ছিলেন। এই শোয়ের পর তিনি 'এক থি নায়িকা'-তেও কাজ করেন। ২০২১ সালে, তিনি ওয়েব সিরিজ 'পবিত্র রিশতা ২.০'-তে কাজ করেছিলেন। বিয়ের পরে তিনি তাঁর স্বামী ভিকি জৈনের সঙ্গে 'স্মার্ট জোড়ি'-তে অংশ নিয়েছিলেন এবং উইনার হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও কোনও কাজ নেই তাই তিনিও ঘরে বসে আছে।
advertisement
7/8
ফিরিয়ে দিয়েছিলেন হ্যাপি নিউ ইয়ার ছবির প্রস্তাবও। তবে সেই প্রেমিকের সঙ্গেই তাঁর সম্পর্ক টিকল না ভাগ্যের এমনই পরিহাস।
advertisement
8/8
সুশান্তের মৃত্যুর চার বছর আগেই অঙ্কিতা ও তাঁর ব্রেক-আপ হয়ে যায়। এর পর সুশান্তের জীবনে অনেক মহিলা এসেছেন। কৃতি শ্যানন থেকে সারা আলি খান, রিয়া চক্রবর্তীর নাম জড়ায় অভিনেতার সঙ্গে। অঙ্কিতা হাত ধরেন ভিকি জৈনের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
সুশান্তকে বিয়ে করবেন বলে ফিরিয়ে দিয়েছিলেন 'বাজিরাও মস্তানি'র প্রস্তাব, আজও হাত কামড়ান অঙ্কিতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল