Sushant Singh Rajput-Ankita Lokhande: 'সুশান্তের শ্রাদ্ধে পর্যন্ত যাইনি...', প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক অঙ্কিতা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Sushant Singh Rajput-Ankita Lokhande: বিগ বসের বাড়ি আপাতত অঙ্কিতা লোখন্ডের ঠিকানা। মুনাওয়ার ফারুকি সেখানে ভগ্ন হৃদয়ের উপর তাঁকে কবিতা পড়ে শুনিয়েছিলেন। আর তাতেই নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী। তাঁর মনে পড়ে যায় পুরনো দিনের কথা।
advertisement
1/5

বিগ বসের বাড়ি আপাতত অঙ্কিতা লোখন্ডের ঠিকানা। মুনাওয়ার ফারুকি সেখানে ভগ্ন হৃদয়ের উপর তাঁকে কবিতা পড়ে শুনিয়েছিলেন। আর তাতেই নস্টালজিক হয়ে পড়েন অভিনেত্রী। তাঁর মনে পড়ে যায় পুরনো দিনের কথা।
advertisement
2/5
সুশান্ত সিং রাজপুত অভিনীত 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-র 'কন তুঝে' গাইতে শুরু করেন অঙ্কিতা। তার পরেই বলেন প্রাক্তন প্রেমিক সুশান্তের কথা। তাঁর কথায়, "খুব ভাল মানুষ ছিল ও (সুশান্ত)। ওর ব্যাপারে কথা বলতে গিয়ে 'ছিল' ব্যবহার করা হয়, খুব অদ্ভুত লাগে। ভিকিরও বন্ধু ছিল সুশান্ত। যখন ভাবি ও নেই, খুব অদ্ভুত লাগে।"
advertisement
3/5
অঙ্কিতার থেকে সুশান্তের মৃত্যুর বিষয়ে জানতে চান মুনাওয়ার। অভিনেত্রীর উত্তর, "এই ব্যাপারে আমি এখন কিছু বলতে চাই না।" তিনি আরও বলেন, "সুশান্তের শ্রাদ্ধেও আমি যাইনি। যেতেই পারিনি। আমার মনে হয়েছিল, আমি এ ভাবে ওকে দেখতে পারব না।"
advertisement
4/5
২০০৯ সালে এই ধারাবাহিকের হাত ধরেই তাঁদের যাত্রা শুরু। নিছক বন্ধুত্ব প্রেমে পরিণত হতে খুব বেশি সময় নেয়নি। পর্দার রসায়ন বাস্তবেও এক সূত্রে বাঁধে সুশান্ত এবং অঙ্কিতাকে। কিন্তু প্রেমিকের সঙ্গে শুরু থেকেই সম্পর্ক মসৃণ ছিল না অভিনেত্রীর।
advertisement
5/5
সুশান্তের সঙ্গে প্রেম ভাঙার পর দীর্ঘ দিন কাজ করেননি অঙ্কিতা। অভিনেতার আকস্মিক মৃত্যুর পর ভেঙে পড়েন তিনি। সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেন অভিনেত্রী। ২০২১-এ বিয়ে করেন প্রেমিক ভিকি জৈনক। তবে সুশান্তকে নিয়ে কথা বলতে সঙ্কোচ নেই তাঁর।