Ankita Lokhande: মা হচ্ছেন অঙ্কিতা লোখান্ডে! বিয়ের ছ'মাসের মাথায় সুখবর! গোপন খবর ফাঁস
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Ankita Lokhande : বিয়ের মাত্র ছ'মাস বয়স! অঙ্কিতা লোখান্ডের মা হওয়ার খবর ফাঁস করলেন বলিউডের আর এক জনপ্রিয় নায়িকা!
advertisement
1/5

কিছুদিন আগেই সুখবর শুনিয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর! বিয়ের পর পরই মা হওয়ার খবর জানিয়েছেন আলিয়া ভাট! সোনম কাপুরও জানিয়েছেন সুখবর! এবার পালা অঙ্কিতা লোখান্ডের! photo source Instagram
advertisement
2/5
বৃহস্পতিবার ৬ মাসের বিবাহবার্ষিকী পালন করেছেন অঙ্কিতা ও ভিকি! বিয়ের ৬ মাস কেমন কেটেছে সে কথা লিখেছেন। photo source Instagram
advertisement
3/5
সেই সঙ্গে পরিবারের অনেককেই মিস করছেন অঙ্কিতা পোস্টে তাও লেখেন। ২০২১ সালের ১৪ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন অঙ্কিতা ও ভিকি! এর পরেই এল সুখবর! photo source Instagram
advertisement
4/5
তবে অঙ্কিতার মা হওয়ার কথা জানা গেল অন্য এক অভিনেত্রীর থেকে। যদিও অঙ্কিতা বা ভিকি এখনও কিছু জানাননি। তবে জল্পনা তুঙ্গে! photo source Instagram
advertisement
5/5
অঙ্কিতার মা হওয়ার খবর শোনালেন রাখি সাওয়ান্ত! সম্প্রতি পেটে বেলুন ভরে রাস্তায় বেরিয়ে মজা করতে দেখা গিয়েছে রাখিকে। এবার তিনি বললেন, "মা হতে চলেছে অঙ্কিতা! খুব শীঘ্রই এই সুখবর সে জানাবে সকলকে।" তবে অঙ্কিতার সুখি জীবন নিয়েও সন্দেহ প্রকাশ করতে দেখা যায় রাখিকে। তিনি বলেন, " আমি জানি না অঙ্কিতা কেন দাম্পত্য সুখ পাচ্ছে না!" এই কথা জল্পনা আরও বাড়ায়। তবে এখনও সন্তানের আসার কথা কিছু জানাননি অঙ্কিতা বা ভিকি!photo source Instagram