Dibyojyoti-Swastika in Anurager Chhowa : স্বস্তিকা-দিব্যজ্যোতির সম্পর্কে অবনতির কারণেই কি টিআরপি-তে সেরার মসনদ হারাল ‘অনুরাগের ছোঁয়া’!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dibyojyoti-Swastika in Anurager Chhowa : এক সময়ে তাঁদের মধ্যে এতই বন্ধুত্ব ছিল যে, দর্শকেরা মনে করতেন, তাঁরা চুপিচুপি প্রেমও করছেন। কেবল পর্দায় তাঁরা হিট জুটি ছিলেন না, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক খুবই ভাল ছিল বলেই জানা যাচ্ছে।
advertisement
1/8

‘অনুরাগের ছোঁয়া’ নায়ক ও নায়িকা দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষের সম্পর্কের অবনতি নিয়ে অনেক দিন ধরেই জলঘোলা চলছ অনুরাগীদের মধ্যে। সম্প্রতি একে অপরকে ইনস্টাতে আনফলোও করে দিয়েছেন।
advertisement
2/8
এমনই সময়ে প্রকাশ্যে এল গত সপ্তাহের টিআরপি তালিকা। চমকে গেল ধারাবাহিকের ভক্তরা। দেখা গেল, সেরার মসনদ থেকে সরে গিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ধারাবাহিকটি।
advertisement
3/8
প্রশ্ন উঠছে, বাস্তবে নায়ক-নায়িকার সম্পর্কের অবনতিই কি মেগার ভাগ্য পরিবর্তনের কারণ? টিআরপি কমে যাওয়ার ঠিক আগেই দিব্যজ্যোতি-স্বস্তিকার বিবাদের খবরের গুঞ্জন ফের শুরু হয়েছিল।
advertisement
4/8
এই মুহূর্তে ধারাবাহিকেও সূর্য ও দীপার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। গল্প অনুযায়ী, সূর্য ফের কবীরের সঙ্গে দীপাকে দেখে প্রচণ্ড রেগে যায়। পাশাপাশি সোনাও যে দীপারই মেয়ে, তা সূর্য জানতে পেরে গিয়েছে।
advertisement
5/8
অন্যদিকে, প্রোমোতে দেখানো হয়েছে, তাদের দুই কন্যা সোনা ও রূপাকে নিয়ে সূর্য দূরে কোথাও চলে যাচ্ছে। বাড়ির সকলে তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।
advertisement
6/8
এদিকে বাস্তবেও একই পরিস্থিতি। কিন্তু এমন দুই সহকর্মী একে অপরকে পছন্দ করেন না কেন? গত জুন মাস থেকে এই গুঞ্জন শুরু হয়েছিল। সেই সময়ে অবশ্য তাঁরা দু’জনেই এই গুঞ্জন নস্যাৎ করে দিয়েছিলেন।
advertisement
7/8
কিন্তু মাসখানেকের মধ্যে আবার সেই গুঞ্জনেই ঘি। যদি তাঁরা ভাল বন্ধুই হন, তবে কেন সহকর্মীরা একে অপরকে আনফলো করলেন ইনস্টাগ্রামে?
advertisement
8/8
প্রসঙ্গত, এক সময়ে তাঁদের মধ্যে এতই বন্ধুত্ব ছিল যে, দর্শকেরা মনে করতেন, তাঁরা চুপিচুপি প্রেমও করছেন। কেবল পর্দায় তাঁরা হিট জুটি ছিলেন না, পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক খুবই ভাল ছিল বলেই জানা যাচ্ছে।