Aniruddha Daughter Wedding: মার্কিনি বিয়ের পর বাঙালি মতে রাজকীয় অনুষ্ঠান, আবার মেয়ের বিয়ে দিলেন বাঙালি পরিচালক অনিরুদ্ধ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Aniruddha Daughter Wedding: ছবি পোস্ট করলেন অনিরুদ্ধের জামাই জনি। শুধু তা-ই নয়, বিয়ের পর স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে খাঁটি বাংলায় ক্যাপশন লিখে দিলেন। নবদম্পতির ছবির পাশে লেখা, ‘সদ্য বিবাহিত’।
advertisement
1/8

মেয়ের বিয়ে দিলেন অনিরুদ্ধ রায়চৌধুরী। সদ্য তুমুল প্রশংসা পেয়েছে তাঁর ছবি ‘কড়ক সিং’। গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিংয়ের পর জি ফাইভে মুক্তি পেল ছবিটি। তারই মধ্যে ঘরে খুশির হাওয়া।
advertisement
2/8
খ্রিস্টান বিয়ের রীতি মেনে বিয়ের কলকাতা শহরে বাঙালি মতে চারহাত এক হল প্রেরণা রায়চৌধুরী এবং জনি ফিগেলের। গত জুলাই মাসে আমেরিকায় স্বপ্নের হোয়াই ওয়েডিংয়ের পর লাল-হলুদে মেতে উঠল তারকা বাঙালির পরিবার।
advertisement
3/8
ছবি পোস্ট করলেন অনিরুদ্ধের জামাই জনি। শুধু তা-ই নয়, বিয়ের পর স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে খাঁটি বাংলায় ক্যাপশন লিখে দিলেন। নবদম্পতির ছবির পাশে লেখা, ‘সদ্য বিবাহিত’।
advertisement
4/8
প্রেরণা ওরফে সইয়ের পরনে ছিল লাল শাড়ি, লাল ব্লাউজ। মাথায় সিঁদুর। জনির পরনে সোনালি রঙের শেরওয়ানি। বিয়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা।
advertisement
5/8
তার আগে গায়ে হলুদের এক গুচ্ছ ছবিও পোস্ট করেছিলেন বাংলার জামাই। যেখনে দেখা গিয়েছে বাঙালি পরিচালক আদর করে মেয়ে ও জামাইয়ের গালে হলুদ মাখিয়ে দিচ্ছেন।
advertisement
6/8
হলুদের ছোঁয়ায় প্রেরণাকে যেন আরও সুন্দর দেখাচ্ছিল। সঙ্গে তাঁর প্রাণখোলা হাসি। জামাই আবার তাঁর হাতে প্রেরণার নাম লিখে মেহেন্দি পরেছিলেন। রাতে আবার সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছিল।
advertisement
7/8
৩১-এ পড়তে চলেছে মেয়ে। তার আগেই প্রেরণা ওরফে সইয়ের বিয়ে দিলেন পরিচালক। আমেরিকান বংশোদ্ভূত পাত্রের সঙ্গে মার্কিন মুলুকেই বিয়ে হয়েছে গত ৮ জুলাই।
advertisement
8/8
আমেরিকার এক মাল্টিন্যাশনাল ফাইন্যান্স সংস্থায় কর্মরত সই। সেখানেই যুগলের আলাপ। খ্রিষ্টান মতে বিয়ে করার পর কলকাতা ও মুম্বইয়ে একটি রিসেপশন হবে বলে শোনা গিয়েছিল আগেই।