TRENDING:

Angana Rohan Love Gossip: বাস্তবেই ঘনিষ্ঠতা বাড়ল দেব-পারোর! ‘তুমি আশেপাশে...’-র সেটে রোহন-অঙ্গনার প্রেমের গুঞ্জন, কী বললেন নায়িকা

Last Updated:
Angana Rohan Love Gossip: গত পাঁচ মাস ধরে স্টার জলসায় ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে অভিনয় করছেন দু’জনে। দেব-পারোর প্রেমকাহিনি ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। কিন্তু সেই প্রেমকাহিনি কিন্তু আর কেবল পর্দার মধ্যে সীমাবদ্ধ নেই।
advertisement
1/7
বাস্তবেই ঘনিষ্ঠতা বাড়ল দেব-পারোর! সিরিয়ালের সেটেই রোহন-অঙ্গনার প্রেমের গুঞ্জন
টলিপাড়া পেল নতুন জুটি। ‘পেয়ার দোস্তি হ্যায়’, শাহরুখ খানের সেই বাণী যেন আবার প্রমাণিত হল। গাঢ় বন্ধুত্ব থেকে প্রেমের সূচনা। অঙ্গনা রায় এবং রোহন ভট্টাচার্য।
advertisement
2/7
গত পাঁচ মাস ধরে স্টার জলসায় ‘তুমি আশেপাশে থাকলে’ সিরিয়ালে অভিনয় করছেন দু’জনে। দেব-পারোর প্রেমকাহিনি ইতিমধ্যেই দর্শকের মন ছুঁয়েছে। কিন্তু সেই প্রেমকাহিনি কিন্তু আর কেবল পর্দার মধ্যে সীমাবদ্ধ নেই।
advertisement
3/7
বাস্তব জীবনেও একে অপরের মধ্যেই সেই মনের মানুষটিকে খুঁজে পেয়েছেন অঙ্গনা এবং রোহন। ঘনিষ্ঠ সূত্রের খবর, গত দু’তিন মাস ধরে তাঁর সম্পর্কে জড়িয়েছেন।
advertisement
4/7
নিউজ18 বাংলা যোগাযোগ করল অঙ্গনার সঙ্গে। পর্দার পারো বললেন, ‘‘আমার আর রোহনের বন্ধুত্ব আজকের নয়। দেড়-দু’বছর আগে থেকেই ভাল সম্পর্ক আমাদের। অ্যাক্রোপলিসের পুজো অ্যান্থেম মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম।’’
advertisement
5/7
আর নতুন এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রতিদিন ১৪ ঘণ্টা একসঙ্গে কাটান তাঁরা। ফলে ধীরে ধীরে গভীর হয়েছে বন্ধুত্ব। আলাদা করে ‘প্রেম’ বা ‘ভালবাসা’র তকমা না দিয়ে ‘কম্প্যানিয়ন’ বা ‘সঙ্গী’ বলতে বেশি স্বচ্ছন্দ অঙ্গনা।
advertisement
6/7
নায়িকার কথায়, ‘‘ওর সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। রোহন আমাকে বোঝে। আমার জন্য চিরকালই কম্প্যানিয়নশিপটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্ব হোক বা প্রেম, সবসময়েই এটা দরকার আমার জন্য। আমার আগের সম্পর্কের ক্ষেত্রেও এটাই আমার দাবি ছিল।’’
advertisement
7/7
বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতির কথা লিখছেন তারকারা। রোহন একটি নির্দিষ্ট পোস্টে লিখেছিলেন, ‘আমি উড়তে চাই তোমার সঙ্গে, আমি পড়ে যেতে চাই তোমার সঙ্গে।’ আর তার পর থেকেই সুখবরের জন্য অপেক্ষা ছিল ভক্তদের।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Angana Rohan Love Gossip: বাস্তবেই ঘনিষ্ঠতা বাড়ল দেব-পারোর! ‘তুমি আশেপাশে...’-র সেটে রোহন-অঙ্গনার প্রেমের গুঞ্জন, কী বললেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল