TRENDING:

Bollywood Celebrities smoking : মা-বাবার সামনে অনন্যার ঠোঁটে সিগারেট! চটলেন ভক্তরা, ডিম্পল-মাহিরাদের ধূমপানরত ছবি নিয়েও জলঘোলা!

Last Updated:
Bollywood Celebrities smoking : কটাক্ষের শিকার হলেন অনন্যা পাণ্ডে৷ সম্প্রতি তাঁর ধূমপানরত ছবিতে মহা হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। এর আগে কারা এই কারণে নিন্দকদের কোপে পড়েছেন জানেন? দেখুন ছবি।
advertisement
1/7
অনন্যার ঠোঁটে সিগারেট! চটলেন ভক্তরা, ডিম্পল-মাহিরাদের ধূমপানরত ছবি নিয়েও জলঘোলা!
এর আগেও নেটিজেনদের রোষানলে পড়েছিলেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, মাহিরা খানের মতো তারকারা৷ সেই একই কারণে কটাক্ষের শিকার হলেন অনন্যা পাণ্ডে৷ সম্প্রতি তাঁর ধূমপানরত ছবিতে মহা হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। এর আগে কারা এই কারণে নিন্দকদের কোপে পড়েছেন জানেন? দেখুন ছবি।
advertisement
2/7
সম্প্রতি অনন্যা পাণ্ডের তুতো বোন অলন্যা পাণ্ডের বিয়ে থেকে একটি ছবি ফাঁস করেছে পাপারাৎজিরা। যেখানে দেখা যাচ্ছে, বিয়েবাড়ির ভিড়ের মধ্যে মা-বাবার সামনেই ঠোঁটে সিগারেট অনন্যার। তার পরেই কটাক্ষ শুরু। প্রশ্ন উঠছে, ‘‘ধূমপান বিরোধী প্রচার চালিয়ে কিনা নিজেরই ঠোঁটে সিগারেট? মা-বাবার সামনে ধূমপান করছেন কেন তিনি?’’
advertisement
3/7
মুম্বইয়ের তারকা রণবীর কাপুর এবং পাকিস্তানের নায়িকা মাহিরা খানের এই ছবি নিয়ে তুলকালাম কাণ্ড হয়েছিল দুই দেশেই। নেটিজেনদের রোষানলে পড়েন দু’জনেই। যদিও এই বিষয়ে তাঁরা কোনওদিনও মুখ খোলেননি। ছবিটি নিউইয়র্কের। তবে রণবীরের থেকেও বেশি নিন্দার মুখে পড়তে হয় নায়িকাকে।
advertisement
4/7
স্বামী নিক জোনাসের সঙ্গে একটি জাহাজের পার্টিতে ধূমপান করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। তিনি নিজেই একবার বলেছিলেন, শ্বাসকষ্টজনিত রোগে ভোগেন নায়িকা। সে কথা মনে করিয়ে দিয়ে নিন্দা করা হয় বলি তারকাকে।
advertisement
5/7
ডিম্পল কাপাডিয়াকে এক সময়ে সানি দেওলের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা যায়। কেন তাঁরা একসঙ্গে ছিলেন? ছবিটি কোথাকার? এইসব প্রশ্নের পাশাপাশি নউন বিতর্ক যুক্ত হয়। ডিম্পলের হাতে সিগারেট দেখতে পান ভক্তরা৷ আর সেই সময়ে জোড়া বিতর্কে বিদ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।
advertisement
6/7
শাহরুখ খানের ধূমপানের নেশা নিয়ে বহু বিতর্ক আগেই হয়েছে। তিনি যে চেইন স্মোকার সে কথা নিজেও স্বীকার করেছিলেম বাদশা বহুবার জনসমক্ষে ধূমপান করতে দেখা গিয়েছিল তাঁকে। ফলে কটাক্ষের শিকারও হতে হয় নায়ককে।
advertisement
7/7
লকডাউনের সময়ে হৃতিক রোশনের একটি ছবি শেয়ার করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান। যেখানে তাঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে দুই ছেলের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। ভক্তরা তখনই তাঁর হাতে সিগারেট দেখতে পান৷ সেই নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। প্রথমত ধূমপানের মতো ক্ষতিকর নেশা থাকার জন্য, দ্বিতীয়ত, সন্তানদের সামনে ধূমপান করার জন্য সমালোচনা শুনতে হয় তাঁকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Celebrities smoking : মা-বাবার সামনে অনন্যার ঠোঁটে সিগারেট! চটলেন ভক্তরা, ডিম্পল-মাহিরাদের ধূমপানরত ছবি নিয়েও জলঘোলা!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল