মুখ থুবড়ে পড়েছে 'লাইগার', তবুও বিন্দাস চাঙ্কি-কন্যা অনন্যা, তাক লাগালেন লাস্যময়ী ছবিতে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
'লাইগার' ব্যর্থ হওয়ার পিছনে দুর্বল চিত্রনাট্যের থেকে দর্শক বেশি দায়ী করছেন অনন্যাকে। তাঁদের দাবি, অনন্যাকে এ ছবিতে নেওয়া উচিত হয়নি। অভিনয়টা তিনি একেবারেই করতে পারেননি।
advertisement
1/6

সাদা অফ-শোল্ডার ফিগার হাগিং ড্রেসে বাজিমাত করলেন চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে
advertisement
2/6
বলিউডে পা রেখে প্রথমেই শরীর নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ শুনেছিলেন অনন্যা পাণ্ডে। ‘এত রোগা কেন? এ তো পুরো তক্তার মতো চেহারা!’, বয়স যখন সবে ১৯, অভিনেত্রীর কানে এসেছিল এমনই সব মন্তব্য
advertisement
3/6
সদ্য মুক্তি পাওয়া চুড়ান্ত চর্চিত ছবি 'লাইগার' মুখ থুবড়ে পড়েছে বক্স-অফিসে! কিন্তু তাতে বিশেষ তোয়াক্কা করেননি সুন্দরী! ছুটি কাটাতে ছুটে গিয়েছিলেন ইতালি
advertisement
4/6
'লাইগার' ব্যর্থ হওয়ার পিছনে দুর্বল চিত্রনাট্যের থেকে দর্শক বেশি দায়ী করছেন অনন্যাকে। তাঁদের দাবি, অনন্যাকে এ ছবিতে নেওয়া উচিত হয়নি। অভিনয়টা তিনি একেবারেই করতে পারেননি।
advertisement
5/6
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা
advertisement
6/6
নিয়ন সবুজ অফ-শোল্ডার শর্ট ফ্রকে অনন্যা