Ananya Panday || ইতালিতে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, ফ্লোরাল প্রিন্টের বিকিনিতে চড়ালেন পারদ
- Published by:Rachana Majumder
Last Updated:
এই মুহূর্তে ইতালিতে ছুটি কাটাচ্ছেন অনন্যা৷ শেয়ার করলেন সেই ভ্রমণেরই বেশ কিছু ছবি৷ || Ananya Panday is looking lovely in sexy bikinis and pretty sundresses as she is holidaying in Capri, Italy. Check out the postcard-worthy photos from her vacation
advertisement
1/7

বলিউডের খবরের ট্রেন্ডে এখন অভিনেত্রী অনন্যা পান্ডে। তার মাঝেই এই ফোটোশ্যুট করলেন অভিনেত্রী।
advertisement
2/7
লাইগার ছবিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা। ইতিমধ্যেই তাঁদের রসায়ন নজর কেড়েছে।
advertisement
3/7
‘লাইগার’ বিশ্বব্যাপী ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। এবং শেয়ার হিসাবে ৩১ কোটি টাকা সংগ্রহ করেছে। শুধু ভারতের হিন্দি ভাষী রাজ্যে পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ খারাপ রেটিং সত্বেও প্রায় ২০ কোটি বক্স অফিসে সংগ্রহ করেছে।
advertisement
4/7
‘লাইগার’ বিশ্বব্যাপী ৭০ কোটি টাকার ব্যবসা করেছে। এবং শেয়ার হিসাবে ৩১ কোটি টাকা সংগ্রহ করেছে। শুধু ভারতের হিন্দি ভাষী রাজ্যে পুরী জগন্নাথ পরিচালিত ‘লাইগার’ খারাপ রেটিং সত্বেও প্রায় ২০ কোটি বক্স অফিসে সংগ্রহ করেছে।
advertisement
5/7
কিছুদিন আগেই কফি উইথ করণ-এ একই সঙ্গে এসেছিলেন অনন্যা ও বিজয়। সেখানে নিজের লাভ লাইফ নিয়েও কথা বলেন তিনি।
advertisement
6/7
করণ জোহরের শোয়ে অনন্যা জানান, স্টার কিড হওয়ার জন্য তাঁকে অনবরত ট্রোলড হতে হয়। কিন্তু তা সামান্য খারাপ লাগলেও আর তাকে আঘাত করে না।
advertisement
7/7
এই মুহূর্তে ইতালিতে ছুটি কাটাচ্ছেন অনন্যা৷ শেয়ার করলেন সেই ভ্রমণেরই বেশ কিছু ছবি৷