প্রত্যেকটা দৃশ্যই রোমহর্ষক, পরতে পরতে জড়িয়ে থাকা রহস্য-রোমাঞ্চ রীতিমতো শিহরণ জাগাবে! বাচ্চাদের সঙ্গে বসে একেবারেই দেখবেন না এই ছবি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
OTT Horror: এমনিতে হরর থ্রিলার ধারার ছবি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে তৈরি হয় না। কিন্তু যখনই এই ধারার ছবি মুক্তি পায়, তখনই ভয়ের তীব্রতায় যেন কেঁপে ওঠে ভক্তমহল। এমনই একটি ছবি বর্তমানে ওটিটি-তে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
advertisement
1/6

এমনিতে হরর থ্রিলার ধারার ছবি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেভাবে তৈরি হয় না। কিন্তু যখনই এই ধারার ছবি মুক্তি পায়, তখনই ভয়ের তীব্রতায় যেন কেঁপে ওঠে ভক্তমহল। এমনই একটি ছবি বর্তমানে ওটিটি-তে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আর সেটা হবে না-ই বা কেন! আসলে এই হরর থ্রিলার ছবিতে রয়েছে তন্ত্র-মন্ত্র, কালো জাদুর মতো সব রকম উপাদান। যা ভক্তরা খুবই পছন্দ করেছেন। আর এই ছবিটির নাম হল ‘তন্ত্র’। আর রেখা নামে এক যুবতীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই ছবির গল্প।
advertisement
2/6
রেখা নামে মেয়েটি কালো জাদুর অভিশাপ নিয়েই জন্মেছে। পূর্ণিমার রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এক শয়তান যেন তাঁকে খুঁজে বার করে আনে। ফলে একটি ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়। এদিকে কলেজে পড়াশোনার সময় নিজের সহপাঠী তেজুর প্রেমে পড়ে রেখা। কিন্তু তাঁদের প্রেমের সম্পর্কে বাধ সাধে তেজুর পরিচয়। কারণ সে আসলে একজন যৌনকর্মীর পুত্র। অন্যদিকে এক তান্ত্রিক রেখাকে বলি দেওয়ার ছক কষে।
advertisement
3/6
কিন্তু সেই তান্ত্রিকের খপ্পর থেকে কীভাবে পালাবে রেখা? আর তেজুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কেরই বা কী হবে? আর জন্মের সময় থেকে কোন অভিশাপ নিয়ে বেড়ে উঠতে হচ্ছে তাঁকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে দেখতেই হবে ‘তন্ত্র’। হলফ করে বলা যায় যে, এই ছবির প্রত্যেকটা দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে, তা রীতিমতো শিরদাঁড়ায় শিহরণ জাগাবে। এর পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য-রোমাঞ্চ। আর এই কাজটা দক্ষতার সঙ্গে করেছেন চিত্র পরিচালক।
advertisement
4/6
মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তেলুগু ইন্ডাস্ট্রি তথা টলিউডের জনপ্রিয় নায়িকা অনন্যা নাগাল্লাকে। অর্থাৎ রেখা চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছেন তিনি। অনন্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে সালোনি, ধনুশ রঘুমুদ্রি, টেম্পার বংশীর মতো তারকাদের। এই ছবিটি পরিচালনা করেছেন শ্রীনিবাস গোপীশেঠি।
advertisement
5/6
২০২৩ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘তন্ত্র’। যদিও সেই সময় গড়পরতা সাড়া পেয়েছিল ছবিটি। তবে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর তা ব্যাপক ভাবে সাড়া পেয়েছে। বর্তমানে Aha OTT এবং Amazon Prime Video-য় এই ছবিটি দেখতে পাবেন ভক্তরা।
advertisement
6/6
যাঁরা হরর, সাসপেন্স এবং থ্রিলার ছবি দেখতে ভালবাসেন, তন্ত্র ছবিটি তাঁদের জন্য একেবারে আদর্শ। কারণ কালো জাদুর প্রেক্ষাপটেই ছবিটির গল্প বোনা হয়েছে। এখানেই শেষ নয়, অন্যরকম এক দৃষ্টিকোণ থেকে তৈরি দৃশ্যগুলিও এই ছবির বিশেষত্ব। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে বসে এই ছবি না দেখাই ভাল। (Photo: Film Poster)