Anant Ambani-Radhika Merchant Pre-Wedding: সৌন্দর্য এবং ফ্যাশনের মিশেলে অপূর্ব সুন্দরী ইশা! ভাইয়ের প্রাক-বিবাহ উৎসবে মুকেশ-কন্যা অপরূপা
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
এমনিতে বরাবরই ফ্যাশন গোল সেট করে এসেছেন সুন্দরী ইশা। ফলে নিজের ভাইয়ের বিশেষ অনুষ্ঠানেও যে তিনি তাক লাগাবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না।
advertisement
1/9

গত ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে বসেছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আসর। মহাধুমধাম করে অনুষ্ঠান পালিত হয়েছে। যোগ দিয়েছিলেন বিশ্বের নানা ক্ষেত্রের নামীদামি ব্যক্তিত্বরা। আর অনুষ্ঠানে নজর কেড়েছেন সকল আমন্ত্রিত অতিথিই।
advertisement
2/9
সেই সব মুহূর্তের ছবিই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। আম্বানি পরিবারের সদস্যরাও কম যান না। ফ্যাশন-স্টাইলে রীতিমতো চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছেন তাঁরা। আর ভাইয়ের প্রাক-বিবাহ উৎসবে বিশেষ ভাবে নজর কেড়েছেন মুকেশ ও নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি।
advertisement
3/9
এমনিতে বরাবরই ফ্যাশন গোল সেট করে এসেছেন সুন্দরী ইশা। ফলে নিজের ভাইয়ের বিশেষ অনুষ্ঠানেও যে তিনি তাক লাগাবেন, সেটা আলাদা করে বলে দিতে হয় না। তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন বিখ্যাত সেলিব্রিটি স্টাইলিস্ট অনাইতা শ্রফ আদজানিয়া। তিনিই ইশার নানা লুকের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। দেখে নেওয়া যাক, তিন দিনব্যাপী ওই অনুষ্ঠানে কী কী পরলেন ইশা?
advertisement
4/9
প্রথম অনুষ্ঠানের জন্য আম্বানি পরিবারের কন্যা বেছেছিলেন মিস সোহির একটি অপূর্ব গাউন। গোলাপি এবং ন্যুডের মিশেলে ইশার ওই এম্বেলিশড কাস্টম পিস জুড়ে ফুটে উঠেছে চেরি এবং ম্যাগনোলিয়া ফুলে ভরা শাখা-প্রশাখা।
advertisement
5/9
আবার ওই দিন পরের দিকে বদলে নিয়েছিলেন সেই পোশাক। পরেছিলেন শ্যানেলের একটি কালো স্লিভলেস ড্রেস। এর সঙ্গে টিম-আপ করেছিলেন দুর্ধর্ষ হিরের গয়না। যা চোখে পড়ার মতো।
advertisement
6/9
ইশার তৃতীয় লুকেও ছিল কালোর ছোঁয়া। একটি কাস্টম ল্যুই ভিতঁ সেমি শিয়ার ড্রেসে গর্জাস অবতারে ধরা দিয়েছিলেন মুকেশ-কন্যা। চতুর্থ লুকের জন্য আবার ইশা বেছে নিয়েছিলেন একটা ঘন লাল রঙের ঝলমলে কাস্টম লেহেঙ্গা। এর সঙ্গে তাল মিলিয়ে পরে নিয়েছিলেন জ্যুয়েলারি। উজ্জ্বল ঘন লাল রঙের ওই লেহেঙ্গাটি ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রা।
advertisement
7/9
এর পাশাপাশি ইশার আরও একটি লুক সামনে এসেছে। চিক লুকে সম্পূর্ণ কুল এবং ক্যাজুয়াল অবতারে ধরা দিয়েছিলেন ইশা। আলেকজান্ডার ম্যাকক্যুইনের ডিজাইন করা এম্বেলিশড কর্সেট টপ এবং কণিকা গোয়েলের ডিজাইন করা প্যান্টে দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে।
advertisement
8/9
আর ষষ্ঠ এবং চূড়ান্ত লুকেও ভক্তদের নিরাশ করেননি ইশা। মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি জমকালো শ্যাম্পেন গোল্ড লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি।
advertisement
9/9
সঙ্গে পরেছিলেন মানানসই জমকালো জ্যুয়েলারিও, নজর ফেরানোই যাচ্ছিল না মুকেশ-নীতার কন্যাটির থেকে।