Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার বিয়ে যেন বলিউডের 'রিইউনিয়ন'... কে কেমন সাজলেন? সবথেকে নজর কাড়লেন কে? রইল সব ছবি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: - ১২ জুলাই ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকার চার হাত এক হবে। অনুষ্ঠানের ড্রেস কোড চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের।
advertisement
1/15

বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট ও তাঁর স্ত্রী শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। জমকালো এই বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুত আম্বানি পরিবার৷ Photo: AP
advertisement
2/15
আম্বানি পরিবারে এখন ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন ঘটেছে আধুনিকতার৷ এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন ব্যবসা, রাজনীতি এবং শিল্প ক্ষেত্রের ভিভিআইপি-রা।
advertisement
3/15
আজ শুক্রবার, ১২ জুলাই ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকার চার হাত এক হবে। অনুষ্ঠানের ড্রেস কোড চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের।
advertisement
4/15
গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। হাজির হলেন শাহরুখ খান। সবুজ ঘেঁষা শেরওয়ানি পরেছিলেন বলিউডের বাদশা। গৌরীর পরনে ছিল সোনালী আনারকলি সালওয়ার। Photo: Reuters
advertisement
5/15
জমকালো স্যুটে দেখা মিলল 'টাইগার' সলমন খানের।
advertisement
6/15
লাল শাড়িতে মোহময়ী ক্যাটরিনা। ভিকির পরনে শেরওয়ানি।
advertisement
7/15
বিয়েতে নজর কাড়লেন রণবীর কাপুর-আলিয়া ভাট। রণবীর পরেছিলেন অফহোয়াইট কুর্তা। কানে চকচক করছে হীরের দুল। আলিয়া ভাটের পরনে ছিল দুধে আলতা শাড়ি, জরির কাজের পাড়। সঙ্গে মানানসই গহনা। Photo: Reuters
advertisement
8/15
লাল লেহেঙ্গায় মোহময়ী পত্রলেখা। রাজকুমার বেছে নিয়েছিলেন কালো পোশাক। Photo: AP
advertisement
9/15
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এলেন অভিনেতা এবং প্রাক্তন WWE চ্যাম্পিয়ন জন সিনা৷ ভারতীয় পোশাকে মিডিয়ার সামনে উপস্থিত হন তিনি৷ Photo: AP
advertisement
10/15
শুক্রবার সকাল থেকেই আম্বানি পরিবারের বিয়ে উপলক্ষে মুম্বই বিমানবন্দর সকাল থেকেই ছিল তারকা খচিত৷ রাজকীয় এই বিয়ে উপলক্ষে হাজির ইব্রাহিম-সারা। Photo: AP
advertisement
11/15
গোল্ডেন কুর্তায় নজর কাড়লেন অর্জুন কাপুর। Photo: AP
advertisement
12/15
সঞ্জয় দত্তের পরনে ছিল নীল কুর্তা-পাজামা। Photo: AP
advertisement
13/15
বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। Photo Credit: Reuters
advertisement
14/15
বিয়েতে যোগ দিতে এলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শাহরুখ এতদিন নিউইয়র্কে ছিলেন। সেখানে মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি শেষ হতে না হতেই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে মুম্বই আসেন তিনি।সুহানার পরনে ছিল সিকুইনের কাজ করা অফ হোয়াইট শাড়ি। আরিয়ানের পরনে কালো পোশাক। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। Photo Credit: Reuters
advertisement
15/15
স্ত্রী সাক্ষী, মেয়ে জিবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়েতে নজর কাড়লেন অনন্যা পান্ডে। পরনে ছিল হলুদ লেহেঙ্গা। Photo Credit: Reuters