TRENDING:

মা হওয়ার আগেই গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানিয়ে দিলেন এই বলি নায়িকা!

Last Updated:
এখন ৩৫ সপ্তাহের গর্ভাবস্থা চলছে নায়িকার ৷ সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সন্তানের জন্ম দেবেন এমি ৷
advertisement
1/9
মা হওয়ার আগেই গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানিয়ে দিলেন এই বলি নায়িকা!
• মা হতে চলেছেন নায়িকা এমি জ্যাকসন ৷ এই মুহূর্তগুলো হবু বর, পরিবার আর বন্ধুবান্ধবের সঙ্গে তাই সময়টা দারুণ এনজয় করছেন তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/9
• তিনি বলিউডে তেমন নজর কাড়তে পারেননি ঠিকই ৷ কিন্তু দক্ষিণী ছবিতে তাঁর একাধিক ছবি সুপার-ডুপার হিট ৷ মা হতে চলেছেন সেই এমি জ্যাকসন ৷ বহুদিনের বয়ফ্রেন্ড জর্জ পেনিইয়টের সঙ্গে চুটিয়ে এই সময়টা এনজয় করছেন এমি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/9
• পেশায় ব্যবসায়ী জর্জের সঙ্গে তাঁর গর্ভবতী হওয়ার খবর ১ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন ‘সিং ইজ কিং’-এর নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/9
• শোনা গিয়েছে মা হওয়ার পর সম্ভবত ২০২০-র প্রথম দিকে বিয়ে করবেন এমি ও জর্জ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/9
• তার আগে অবশ্য লন্ডনে সেরে ফেলেছেন এনগেজমেন্ট ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/9
• এখন ৩৫ সপ্তাহের গর্ভাবস্থা চলছে নায়িকার ৷ সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সন্তানের জন্ম দেবেন এমি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
7/9
• তার আগেই অবশ্য সকলকে জানিয়ে দিলেন তাঁর সন্তানের জেন্ডার সম্পর্কে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
8/9
• সম্প্রতি একটি হাউজ পার্টিতে সকলের সামনেই সে কথা জানিয়ে দেন নায়িকা ৷ জানান, একটি পুত্র সন্তান রয়েছে তাঁর গর্ভে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
9/9
• আর কিছুদিনের মধ্যেই সেই বেবি বয়ের জন্ম দেবেন নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
মা হওয়ার আগেই গর্ভস্থ সন্তানের লিঙ্গ জানিয়ে দিলেন এই বলি নায়িকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল