Kareena Kapoor Khan: করিনাকে বিয়ে করার আগে Amrita Singh-কে নিয়ে চিন্তায় ছিলেন Saif Ali Khan, মনের কথা প্রকাশ করেছিলেন এই ভাবে, এত বছর পরে কেঁপে উঠল সোশ্যাল মিডিয়া
- Published by:Arjun Neogi
Last Updated:
Kareena Kapoor Khan: এই বিষযটি নিযে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম!
advertisement
1/10

অমৃতা সিং ও সইফ আলি খানের মধ্যে প্রেম এ কোনও নতুন কথা নয় ৷ অনেকেই পরিচিত তাঁদের কাহিনি সম্বন্ধে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/10
কোনও সম্পর্কই কখনও চিরস্থায়ী হয়না ৷ হয় সম্পর্কের উন্নতি নইলে অবনতি অবধারিত হবেই ৷ ফাইল ছবি ৷
advertisement
3/10
দু'জনের প্রথম আলাপ ও বেশ আকর্ষণীয় ছিল ৷ তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল লুকিয়ে বিয়ে ৷ দুজনের প্রেম ছিল অটুট, কিন্তু করিনার সঙ্গে বিয়ের আগে সইফের একটি চিন্তাই স্থির ভাবে বসতে দেয়নি ৷ ফাইল ছবি ৷
advertisement
4/10
অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৪-এ আর করিনাকে বিয়ে করেন ২০১২ সালে ৷ কিন্তু করিনাকে বিয়ে করার সময়ে সইফকে অমৃতার চিন্তা কুড়ে কুড়ে খেয়েছে ৷ ফাইল ছবি ৷
advertisement
5/10
সেই সময়ে তিনি এমন কাজ করেছেন যা অনেকেই জানতে পারলে হয়রান হয়ে যাবেন ৷ সেই সময়ে সইফ চিঠি লিখেছিলেন অমৃতা সিং-কে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/10
এই বিষয়ে অমৃতা খুব একটা জুঃখ পাননি বাবার দ্বিতীয় বিয়ের জন্য সারাকে নিজে হাতে প্রস্তুত করেছিলেন অমৃতা ৷ ফাইল ছবি ৷
advertisement
7/10
এই বিষয়ে অমৃতা খুব একটা জুঃখ পাননি বাবার দ্বিতীয় বিয়ের জন্য সারাকে নিজে হাতে প্রস্তুত করেছিলেন অমৃতা ৷ ফাইল ছবি ৷
advertisement
8/10
মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খানের জন্ম পর্যন্ত সইফ ও অমৃতার মধ্যে সব কিছুই ঠিকঠাক ছিল ৷ তারপরে এমন কী হয়েছিল যাতে সম্পর্কে আস্থা হারাতে শুরু করেন দুজনেই ৷ ফাইল ছবি ৷
advertisement
9/10
প্রতিদিনই বাড়িতে অশান্তি হতে থাকে, ছোট ছোট বিষয়ে বড় বড় লড়াই ঝগড়া হতে থাকে ফলত সংসারে অশান্তি দেখা দেয় ৷ ফাইল ছবি ৷
advertisement
10/10
এরপরে ২০০৪ সালে বিবাহ বিচ্ছেদ হয়, সেই সময় সইফ ও অমৃতার স্মপ্র এতটাই খারাপ ছিলে যে ছেলে মেয়ের সঙ্গে সইফের যোগাযোগ অমৃতা রাখতে দেবেন না এমনই জানিয়েছিলেন ৷ ফাইল ছবি ৷