TRENDING:

Amrapali Dubey: ক্লাস টেনও পাস করেনি পাত্র, আর তাকেই কি না বিয়ে! ভোজপুরি মুভি ক্যুইন আম্রপালীর কেন এমন সিদ্ধান্ত জেনে নিন সরাসরি

Last Updated:
Amrapali Dubey Wedding: টপ করেও এক মাধ্যমিক ফেল পাত্রকে বিয়ে করে ফেললেন আম্রপালী! সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে।
advertisement
1/6
ক্লাস টেনও পাস করেনি পাত্র, আর তাকেই কি না বিয়ে! অভিনেত্রী এমন কেন করলেন?
গ্র্যাজুয়েশনে টপ করেও এক মাধ্যমিক ফেল পাত্রকে বিয়ে করে ফেললেন আম্রপালী! সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে। ‘ভোজপুরি ইউটিউব ক্যুইন’ নামে পরিচিত অভিনেত্রী আম্রপালী দুবের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে তিনি ১০ শ্রেণি অনূত্তীর্ণ এক ব্যক্তিকে বিয়ে করছেন। পরে এই নিয়ে তিনি যথেষ্ট গোলমালও পাকিয়েছেন। যদিও সিঁথির সিঁদুরের মর্যাদা তিনি দিতে চান, কিন্তু ফেল করা স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না। কিন্তু স্নাতকে প্রথম হওয়া অভিনেত্রীর জীবনে কী এমন ঘটনা ঘটল যে তিনি বাধ্য হলেন দশম শ্রেণি ফেল করা এক পাত্রকে বিয়ে করতে!
advertisement
2/6
বিয়ে নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকেন আম্রপালী। আসলে, তরুণ হৃদয়ের স্পন্দনে রাজত্ব করা অভিনেতা অরবিন্দ আকেলা কাল্লু এবং ইউটিউব ক্যুইন আম্রপালী দুবের ছবি 'শাদি মুবারক' শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়।
advertisement
3/6
এর আগে, এই সিনেমার ট্রেলার ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে, যেখানে কাল্লুকে একজন ১০ শ্রেণি ফেল করা ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। অন্য দিকে, আম্রপালী দুবে স্নাতকে তাঁর জেলা থেকে প্রথম হওয়া এক তরুণীর ভূমিকায় অভিনয় করছেন।
advertisement
4/6
ছবির গল্প বলছে, ফেল করা কাল্লুর জন্য তাঁর পরিবারের সদস্যরা পাত্রী খুঁজে হয়রান, সর্বত্রই প্রত্যাখ্যাত হতে হয় তাঁদের। কারণ তাঁরা কম শিক্ষিত। তখনই তাঁদের দেখা হয় আম্রপালী ও তাঁর পরিবারের সঙ্গে। বিয়ের কথাবার্তা এগিয়ে যায়, শুভ মুহূর্তে মণ্ডপেও পৌঁছে যায় দু’জনে। সব রীতিনীতি সারা হওয়ার পর অভিনেত্রী জানতে পারেন যে কাল্লু দশম শ্রেণিও পাশ করতে পারেননি। তার পরেই সম্পর্ক ভেঙে দেন তিনি। কিন্তু সিঁথির সিঁদুর মুছতে পারেন না।
advertisement
5/6
ছবির ট্রেলারেই দেখা গিয়েছে প্রচুর অ্যাকশন, রোমান্স এবং কমেডি। এটি একটি ফ্যামিলি ড্রামা। যদিও ট্রেলার দেখে একেবারেই বোঝা যায় না ঠিক কী ভাবে বিয়ে পিঁড়িতে এসে পড়লেন মেধাবী ছাত্রী আর ফেল করা বর! কেনই বা আগে কাল্লুর সম্পর্কে জানতেন না আম্রপালী! সে সব প্রশ্নের উত্তর পেতে গেলে অপেক্ষা করতে হবে ছবিটি দেখা পর্যন্ত।
advertisement
6/6
'শাদি মুবারক' ছবির প্রযোজক রোশন সিং এবং পরিচালক আনন্দ সিং। বর্তমান প্রজন্মের মধ্যে শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্যই এই ছবিটি নির্মাণ, বলে জানিয়েছেন তাঁরা। এতে অরবিন্দ আকেলা কাল্লু, আম্রপালী দুবের পাশাপাশি রয়েছেন সমর্থ চতুর্বেদী, বিনোদ মিশ্র, সৃষ্টি পাঠক এবং সৌম্য পান্ডের মতো দুর্দান্ত অভিনেতারা। এর সেরা গানগুলো পেয়ারে লাল যাদব, অরবিন্দ তিওয়ারি, শ্যাম দেহাতি, আজাদ সিং, যাদব রাজ, আশুতোষ তিওয়ারি এবং শেখর মধুর লিখেছেন। ছবির কোরিওগ্রাফাররা হলেন কানু মুখোপাধ্যায়, প্রসূন যাদব।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amrapali Dubey: ক্লাস টেনও পাস করেনি পাত্র, আর তাকেই কি না বিয়ে! ভোজপুরি মুভি ক্যুইন আম্রপালীর কেন এমন সিদ্ধান্ত জেনে নিন সরাসরি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল