রেখা নয়, জয়াও নয়! 'এই' মেয়েই ছিল Big B-র প্রথম প্রেম, দেখা কলকাতাতেই! চিনে নিন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan's First Love: রিল লাইফের মতো অভিনেতার রিয়েল লাইফটাও কম রঙিন নয়। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে করে বাংলার জামাই হলেও অভিনেত্রী রেখার সঙ্গে বিগ বি-র 'সম্পর্ক' নিয়ে জল্পনা কিছু নতুন নয়। আর এই আলোচনার সিলসিলাও চিরকালীন।
advertisement
1/8

আশিতে পড়লেন বিগ বি অমিতাভ বচ্চন। শুধু বলিউড নয়, গোটা দেশও নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। বিগ বির জন্মদিনে পৃথিবোৰ বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। সেই সঙ্গে আরও একবার চর্চায় উঠে আসছে অমিতাভের ব্যক্তিগত জীবন।
advertisement
2/8
বলিউডের বেতাজ বাদশা অমিতাভের জীবন নিয়ে চর্চা আরব সাগরের তীরে কিছু নতুন নয়। রিল লাইফের মতো অভিনেতার রিয়েল লাইফটাও কম রঙিন নয়। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে করে বাংলার জামাই হলেও অভিনেত্রী রেখার সঙ্গে বিগ বি-র 'সম্পর্ক' নিয়ে জল্পনা কিছু নতুন নয়। আর এই আলোচনার সিলসিলাও চিরকালীন।
advertisement
3/8
দুজনের ঘনিষ্ঠতার ব্যাপারে অমিতাভ নিজে কখনও কোনও মন্তব্য না করলেও রেখা একাধিক বার পরোক্ষে স্বীকার করেছেন সেকথা। এমনকি অনেকেই মনে করেন রেখাই সিনিয়র বচ্চনের প্রথম প্রেম। সে সম্পর্ক না টিকলে জয়াকে বিয়ে করেন বিগ বি।
advertisement
4/8
জয়া বচ্চনের সঙ্গে বিয়ে করে বাংলার জামাই হলেও অভিনেত্রী রেখার সঙ্গে বিগ বি-র 'সম্পর্ক' নিয়ে জল্পনা কিছু নতুন নয়। আর এই আলোচনার সিলসিলাও চিরকালীন।
advertisement
5/8
বাস্তবে ব্যাপারটা কিন্তু অনেকেরই অজানা। ঘনিষ্ঠ সূত্রের খবর দুই নায়িকার মধ্যে কেউই অমিতাভের মন জয় করতে পারেননি প্রথমে। বরং এক সাধারণ মেয়ে প্রথম বার দোলা দিয়েছিল অভিনেতার হৃদয়ে।
advertisement
6/8
চন্দা নামে এক মরাঠি মেয়েকে মন দিয়েছিলেন অভিনেতা। এক থিয়েটারে আলাপ দুজনের। সে সময়ে কলকাতার কোম্পানিতে চাকরি করতেন অমিতাভ। ওই একই কোম্পানিতে চাকরি করতেন মেয়েটিও। শোনা যায়, তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়েও করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু ততদূর আর এগোয়নি সম্পর্কটা।
advertisement
7/8
এরপরেই কলকাতা থেকে মুম্বই চলে আসেন অমিতাভ। অভিনয়ে কেরিয়ার শুরু করেন তিনি। পরপর বেশ কয়েকটি ফ্লপ ছবির পর ‘জঞ্জির’এ অমিতাভ জয়ার জুটি সুপারহিট হয়। ঠিক হয়েছিল লন্ডনে গিয়ে ছবির সাফল্য উদযাপন করা হবে।
advertisement
8/8
অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন যখন শোনেন যে জয়াও যাবেন লন্ডনে, তখন তিনি বলেন আগে বিয়ে করে তারপরেই যেতে পারবেন দুজনে। এরপরেই ১৯৭৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ জয়া। এরপরের ঘটনা সকলেরই জানা। যদিও অনেকেরই জানা নেই এই অজানা প্রেমিকার খবর।