Amitabh-Jaya Marriage Anniversary: বিয়ের ৫০-এ বড় চমক! মধ্যরাতে স্ত্রী জয়ার জন্য যা করলেন অমিতাভ, শুনলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Amitabh-Jaya Marriage Anniversary: দেখতে দেখতে ৫০ পার৷ বিয়ের ৫০-তম বিবাহবার্ষিকী উপলক্ষে শুক্রবার মধ্যরাতেই বড় চমক দিয়েছেন অমিতাভ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট লেখা পোস্ট করেছেন অমিতাভ বচ্চন৷
advertisement
1/5

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের রোম্যান্টিক জুটি দশর্কমনে হিট। আজ সেই হিট জুটির বিয়ের ৫০ বছর উদযাপন৷ প্রিয় তারকাকে সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন৷
advertisement
2/5
বিয়ের ৫০ তম জন্মদিন উপলক্ষ্যে নিজের মনের কথা পোস্টে শেয়া করেছেন অমিতাভ বচ্চন৷ যেখানে লেখা রয়েছে, 'আর কিছুপরেই ৩ জুনের ভোর হবে৷ আর ৫০ বছর হিসেবে এই বছরটা ধরা হবে৷ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে ভালবাসা দেওয়ার জন্য৷ সঙ্গে জুড়ে দিয়েছেন প্রণামের ইমোজি৷'
advertisement
3/5
অমিতাভ বচ্চন একা নন, শ্বেতা বচ্চনও বাবা ও মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সাদা কালো পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে লেখেন-'হ্যাপি ৫০ বাবা-মা৷ তোমরা এখন থেকে গোল্ডেন হলে৷'
advertisement
4/5
মেয়ে শ্বেতা শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাবা ও মায়ের বিয়ের সিক্রেটও শেয়ার করেছেন৷ এতগুলি বছর কীভাবে বিয়ে টিকিয়ে রেখেছেন সেকথাও জানিয়েছেন শ্বেতা৷ বিয়ে টেকানোর মূল মন্ত্র অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্বেতা৷
advertisement
5/5
শ্বেতা জানানে মাকে একবার জিজ্ঞাসা করেছিলাম, 'বিয়ে টিকানোর গোপন রহস্য কী?' মা বলেছিল 'ভালবাসা'৷ আর বাবা বলেছিল, 'বউ যা বলে তাই ঠিক'৷ এটা মেনে চললেই সবটা ঠিক চলবে৷