TRENDING:

জীবন এবং মৃত্যু, জীবনের দুই সরল সত্য ! পর্রীকরের প্রয়াণ-শশী কাপুরের জন্মতিথিতে ট্যুইট বিগ বি-র

Last Updated:
advertisement
1/7
জীবন এবং মৃত্যু, জীবনের দুই সরল সত্য ! পর্রীকরের প্রয়াণ-শশী কাপুরের জন্মতিথিতে ট্যুইট বিগ বি-র
১৮ মার্চ ৷ এই দিনটিই ইতিহাসের পাতায় জ্বলজ্বল করে লেখা থাকবে সবসময় ৷ কারণ এই দিনেই ১৯৩৮ সালে জন্ম হয় কিংবদন্তী কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেতা শশী কাপুর ৷ অন্যদিকে, অগ্ন্যাশয় ক্যান্সারে দীর্ঘদিন ভুগতে থাকার পর অবশেষে রবিবার সন্ধেতে শেষ নিশ্বাস ত্যাগ করেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর ৷
advertisement
2/7
খুব অল্প বয়সেই সিনেমা জগতে হাতেখড়ি শশী কাপুরের ৷ কাপুর পরিবারের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যেকোনও সিনেমার দৃশ্য ৷ কারণ কাপুর পরিবারের কমবেশী সকলেই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ৷ শশী কাপুরও একের পর এক ছবিতে নিজের দক্ষতার ছাপ রেখেছেন বারবার ৷
advertisement
3/7
জব জব ফুল খিলে, কালিঘাটা, সত্যম শিবম সুন্দরম, ফাকিরা, প্রেম কাহিনী.... তালিকা অনেক লম্বা ৷ একের পর এক সুপারহিট সিনেমায় ফুটে উঠেছে শশী কাপুরের অভিনয়ের এক নিজস্বতা ৷ হেমা মালিনীর সঙ্গে অভিনেত্রী ছবি, রাখি গুলজারের সঙ্গে বসেরা, কাভিকাভি, এবং শর্মিলি, আশা পরেখের সঙ্গে কন্যাদান এবং প্যার কা মৌসম ছবি, শর্মিলা ঠাকুরের সঙ্গে আ গালে লাগ যা, মুমতাজের সঙ্গে চোর মাচায়ে শোর, দিওয়ার ছবিতে নিতু সিংয়ের সঙ্গে অভিনয় করেন তিনি ৷
advertisement
4/7
১৮ মার্চ শশী কাপুরের জন্মদিনে তাঁকেই ট্যুইটে স্মরণ করলেন অমিতাভ বচ্চন ৷ সেই সঙ্গে এই একই দিনে পর্ব়ীকরের মৃত্যুর ঘটনাতেও করলেন স্মৃতিচারণ ৷ ট্যুইটে তিনি বলেন, মানুষের জীবনের দুই সরল সত্য ৷ একদিকে জন্ম, অন্যদিকে, মৃত্যু ৷
advertisement
5/7
গতকাল অর্থাৎ ১৮ মার্চ শশী কাপুরের ৮১তম জন্মতিথি ছিল ৷ দিওয়ার, কালা পাথ্থার, ত্রিশূল, শান, সুহাগ ছবিতে বিগ বি-র সঙ্গে অভিনয় করেছেন শশী কাপুর ৷ এই একই দিনে মৃত্যু হল গোয়ার মুখ্যমন্ত্রী পর্ব়ীকরের ৷
advertisement
6/7
১৯৮৮-তে পর্রীকর যোগ দেন বিজেপিতে। ১৯৯৪ সালে পানাজি কেন্দ্র থেকে বিধায়ক হন তিনি। ২০০০ -এর অক্টোবরে প্রথমবার গোয়ার মুখ্যমন্ত্রীপদে শপথ নেন পর্রীকর। তিনিই গোয়ার প্রথম আইআইটিয়ান, যিনি মুখ্যমন্ত্রী হন। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০১৭ র মার্চে গোয়ার দশম মুখ্যমন্ত্রীপদে শপথ নেন মনোহর পর্রীকর। তারই মাঝে ২০১৪ রাজ্যসভার সদস্য করা হয় তাঁকে। অরুণ জেটলিকে সরিয়ে করা তাঁঁর কাঁধে তুলে দেওয়া হয় প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব। ২০১৮য় তাঁর অসুস্থতা ধরা পড়ে। চিকিৎসা চলাকালীনও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান।
advertisement
7/7
শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রবিবার সন্ধায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পর্রীকরের মৃত্যুর খবর জানিয়ে টুইটারে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শোক প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
জীবন এবং মৃত্যু, জীবনের দুই সরল সত্য ! পর্রীকরের প্রয়াণ-শশী কাপুরের জন্মতিথিতে ট্যুইট বিগ বি-র
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল