Amitabh Bachchan : মহিলাদের অন্তর্বাস নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ! সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার তুমুল নিন্দা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan : সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভের একটি ট্যুইটের ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু জোর নিন্দা। বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।
advertisement
1/5

ট্যুইটারে সময় কাটাতে ভালবাসেন অমিতাভ বচ্চন। বলিউডের বর্ষীয়ান অভিনেতার সক্রিয়তা নিয়ে কারও সন্দেহ নেই। তবে কখনও কখনও ট্যুইট নিয়ে বিপাকেও পড়েছেন অমিতাভ। সেরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল সম্প্রতি।
advertisement
2/5
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভের একটি ট্যুইটের ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু জোর নিন্দা। বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।
advertisement
3/5
ট্যুইটে লেখা, ‘ইংরেজি ভাষায় ব্রা কেন একবচন এবং প্যান্টিস কেন বহুবচন?’ ক্ষুব্ধ নেটিজেনরা লিখলেন, ‘‘খুব ভাল বচ্চন সাব, এই প্রশ্নটা পরের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে করুন।’’
advertisement
4/5
কেউ লিখলেন, ‘‘আপনার কাছ থেকে এমন মন্তব্যের আশা ছিল না।’’ কেউ কেউ হেসে কুটিপাটি। কেউ ভাবতে পারেননি ব্রা, প্যান্টি নিয়ে আচমকা এমন প্রশ্ন করতে পারেন বিগ বি।
advertisement
5/5
শেষবার অমিতাভকে দেখা গিয়েছিল ‘উঁচাই’ ছবিতে। বোমান ইরানি, অনুপম খের এবং পরিণীতির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এ ছা়ড়া দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং কমল হাসানের সঙ্গে দেখা যাবে ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে। মুক্তি পাবে ২০২৪ সালে।