Amitabh Bachchan and Jaya Bachchan : 'এই' কারণেই জয়ার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন অমিতাভ! যা ঘটেছিল তারপর..., জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
Last Updated:
Amitabh Bachchan and Jaya Bachchan : এখনও পর্দায় সমান দাপটের সঙ্গে রাজত্ব করছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন। তাঁর কেরিয়ারে এসেছে বহু ওঠা পড়া। কিন্তু সব পেরিয়েও ৮২তে তিনি স্বমহিমায় উজ্জ্বল। এখনও পর্যন্ত তিনি প্রায় ২০০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অভিনীত নানা চরিত্র দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গিয়েছে। তাঁর করা বহু চরিত্রের মধ্যে অন্যতম হল 'কাভি খুশি কাভি গম' ছবিতে 'যশ রাইচাঁদ'। আর এই ছবি করতে গিয়েই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। অমিতাভ কথা বলা বন্ধ করে দিয়েছিলেন জয়ার সঙ্গে।
advertisement
1/8

এখনও পর্দায় সমান দাপটের সঙ্গে রাজত্ব করছেন বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন। তাঁর কেরিয়ারে এসেছে বহু ওঠা পড়া। কিন্তু সব পেরিয়েও ৮২তে তিনি স্বমহিমায় উজ্জ্বল। এখনও পর্যন্ত তিনি প্রায় ২০০ টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অভিনীত নানা চরিত্র দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গিয়েছে। তাঁর করা বহু চরিত্রের মধ্যে অন্যতম হল 'কাভি খুশি কাভি গম' ছবিতে 'যশ রাইচাঁদ'। আর এই ছবি করতে গিয়েই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। অমিতাভ কথা বলা বন্ধ করে দিয়েছিলেন জয়ার সঙ্গে।
advertisement
2/8
২০০১ সালে মুক্তি পায় 'কাভি খুশি কাভি গম'। ছবিতে অমিতাভ ছাড়াও ছিলেন শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, কারিনা কাপুর। তবে সবচেয়ে বড় চমক হল 'শাহেনশাহ' বিপরীতে তাঁর স্ত্রীর ভূমিকায় ছিলেন স্বয়ং জয়া বচ্চন।
advertisement
3/8
সেই সময়ের ব্লকবাস্টার হিট ছিল এই সিনেমা। ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ১১৯ কোটি টাকা।
advertisement
4/8
এই ছবির প্রসঙ্গে, 'কাভি খুশি কাভি গম'-এর সহযোগী পরিচালক নিখিল আডবাণী জানান, যে অমিতাভ বচ্চন একটি দৃশ্যের জন্য তার স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।
advertisement
5/8
এক সাক্ষাৎকারে নিখিল আডবাণী জানান, ছবিতে একটি দৃশ্য দেখানো হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল শাহরুখ ও কাজল বিয়ে করার জন্য শাহরুখকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন অমিতাভ। আর এই দৃশ্য শ্যুটের জন্য বিগবি জয়া বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।
advertisement
6/8
নিখিল আডবাণী বলেন, "খুব কঠোর আচরণ করতে হত ওই বিশেষ দৃশ্যের জন্য। তাই আগে থেকেই তিনি প্যাকটিস করছিলেন। আমি তাঁকে বলেছিলাম এই দৃশ্যটি শ্যুট করতে ২ দিন সময় লাগবে। কিন্তু কাজ শুরু হতে বুঝলাম ৩ দিন লেগে যেতে পারে।"
advertisement
7/8
তিনি আরও বলেন, "কিন্তু এর মধ্যে জয়া বচ্চন আমাকে জানান যে গত দুই দিন ধরে ছেলে-মেয়ে এবং তাঁর সঙ্গে কথা বলছেন না বিগ বি। তাঁর সঙ্গে অভিনেতা কেন কথা বলছেন না তিনি বুঝতে পারছেন না। যখন অভিনেত্রী তাঁকে জিজ্ঞাসা করেন কেন এমন করছেন অমিতাভ? তখন অভিনেতা জানান, ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য তিনি এরকম আচরণ করছেন। সবটা শুনে আমি জয়া বচ্চনের কাছে ক্ষমা চাই।"
advertisement
8/8
'সিলসিলা'র পর প্রায় ২০ বছর পর 'কাভি খুশি কাভি গম'-এ অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকে আবার অন-স্ক্রিনে জুটি হিসেবে পাওয়া গিয়েছিল।