১ নভেম্বর গিয়েছে ঐশ্বর্যর জন্মদিন, পুত্রবধূকে কি শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ? এরই মাঝে ভাইরাল হল একটি ট্যুইট
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Amitabh Bachchan Viral Tweet on Aishwarya Rai Birthday: আর বচ্চন পরিবারের এই নীরবতা কিন্তু মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ হইচইও শুরু হয়ে গিয়েছে। এমনকী বিভ্রান্ত নেটিজেনরাও।
advertisement
1/5

গত ১ নভেম্বর ছিল বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। অথচ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায়নি তাঁর শ্বশুর অমিতাভ বচ্চন কিংবা স্বামী অভিষেক বচ্চনকে। আর বচ্চন পরিবারের এই নীরবতা কিন্তু মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে। এমনকী সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ হইচইও শুরু হয়ে গিয়েছে। এমনকী, বিভ্রান্ত নেটিজেনরাও। ইতিমধ্যেই নেটাগরিকরা আবার রেডিট ঘেঁটে অমিতাভ বচ্চনের একটি পুরনো ট্যুইট বার করে এনেছেন।
advertisement
2/5
এর থেকে বোঝা যাচ্ছে যে, বচ্চন পরিবারে সব কিছুই আলাদা ছিল আগে! কয়েক বছর আগের ঘটনা। পুত্রবধূ ঐশ্বর্যকে শুভেচ্ছা জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন স্বয়ং বলিউডের শাহেনশাহ। এখানেই শেষ নয়, তিনি এ-ও জানিয়েছিলেন যে, পরিবারের সঙ্গে মিলে কীভাবে এই বিশেষ দিনটি উদযাপন করা হবে। ২০১০ সালের একটি ট্যুইটে বিগ বি লিখেছেন যে, “সবার আগে ঐশ্বর্যকে ওঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে অনেক ধন্যবাদ। উনিও সকলকে ধন্যবাদ জানিয়েছেন। সকলকে ভালবাসা।”
advertisement
3/5
আসলে পুত্রবধূ ঐশ্বর্যের জন্মদিন পালন করা হয়েছিল তাজে। অন্য একটি ট্যুইটে অমিতাভ বচ্চন লিখেছিলেন যে, “তাজে পারিবারিক নৈশভোজ। যেখানে ঐশ্বর্যর জন্মদিন পালন করা হয়েছে। এই দিনটার জন্য খুবই ভাল বোধ করছি।” এদিকে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে বচ্চন পরিবার। এমনকী তাদের তরফ থেকে কোনওরকম বিবৃতি পর্যন্ত প্রকাশ করা হয়নি। যা আরও বেশি করে ভাবাচ্ছে ভক্তদের!
advertisement
4/5
প্রায় সতেরো বছরের দাম্পত্য জীবন অভিষেক আর ঐশ্বর্যর। তাঁদের জীবনে রয়েছে কন্যাসন্তান আরাধ্যাও। তবে বিগত কয়েক মাস ধরে বি-টাউনের অন্দরে ভেসে বেড়াচ্ছে তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। আসলে চলতি বছর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে কন্যা আরাধ্যাকে নিয়ে আলাদা ভাবেই উপস্থিত হয়েছিলেন ঐশ্বর্য। বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি তাঁকে। সেখান থেকেই শুরু হয়েছিল জোর জল্পনা। এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্ট লাইক করে এই জল্পনা আরও উস্কে দিয়েছিলেন অভিষেক।
advertisement
5/5
প্রসঙ্গত, ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ‘কুছ না কহো’ ছবির শ্যুটিং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য। সেখান থেকেই তাঁদের প্রেম কাহিনির সূত্রপাত। এরপর ‘উমরাও জান’ ছবির শ্যুটিংয়ের সময়েই অভিষেক আর ঐশ্বর্যের প্রেম গভীরতা লাভ করে। এরপর ২০০৭ সালে ২০ এপ্রিল রীতিমতো ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন এই তারকা জুটি। এর আগে অবশ্য বলিউড সুপারস্টার সলমন খান এবং অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে নাম জড়িয়েছিল ঐশ্বর্যের।