সই করতে পারেননি জিতেন্দ্র; তৃতীয় পছন্দ হিসেবে অমিতাভকে বাছতেই এই ছবি তৈরি করল ইতিহাস
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Amitabh Bachchan Jeetendra Film: 'ডন' এমন একটি সিনেমা যা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দিয়েছে হিট। এই মুহূর্তে আলোচনার কেন্দ্র 'ডন ৩'। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর এই ছবির দায়িত্ব গিয়ে পড়েছে রণবীর সিংহের উপর।
advertisement
1/6

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ‘ডন’ এবং ‘দিওয়ার’ তাঁর অন্যতম হিট ছবি। বলা ভাল এই ছবি দু’টিই তাঁর জীবনের মাইলস্টোন। কিন্তু ঘটনা হল এই ছবি দু’টির একটিও তাঁর করার কথা ছিল না। আসলে তিনি নায়ক চরিত্রের প্রথম পছন্দ ছিলেন না।
advertisement
2/6
'ডন' এমন একটি সিনেমা যা অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে দিয়েছে হিট। এই মুহূর্তে আলোচনার কেন্দ্র 'ডন ৩'। অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের পর এই ছবির দায়িত্ব গিয়ে পড়েছে রণবীর সিংহের উপর। ১৯৭৮-এ তৈরি হয়েছিল ডন। ওই বছরটা ছিল একেবারেই অমিতাভ বচ্চনের। এই বছরের ১০টি সর্বাধিক আয় করা ছবির মধ্যে তিনটিই ছিল তাঁর৷ পরিচালক চন্দ্র বারোট যখন ডন তৈরি করেছিলেন, সম্ভবত তখন স্বপ্নেও কেউ ভাবেনি ছবিটি বক্স অফিসে ইতিহাস তৈরি করবে।
advertisement
3/6
এছবির জন্য প্রথম পছন্দ মোটেও ছিলেন না আমিতাভ। বরং সেলিম-জাভেদ জুটি চেয়েছিলেন ধর্মেন্দ্রকে। কিন্তু ধর্মেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাঁরা জিতেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন।সময় দিতে পারেননি জিতেন্দ্র। আসলে এই ছবির শ্যুটিং করতে ৩-৪ বছর সময় লাগত ৷ সেই সময় জিতেন্দ্রর হাতে প্রচুর কাজ। প্রযোজকদের নিষেধাজ্ঞার কারণে, চিত্রনাট্য পছন্দ হওয়া সত্ত্বেও জিতেন্দ্র এই ছবিতে স্বাক্ষর করতে পারেননি।
advertisement
4/6
তবে তিনিই এই ছবির জন্য অমিতাভ বচ্চনের নাম প্রস্তাব করেন। জিতেন্দ্র নিশ্চিত ছিলেন যে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি 'ডন'-এর প্রতি সুবিচার করতে পারে এমন কোনও অভিনেতা যদি থেকে থাকেন তবে তিনি অমিতাভ বচ্চন।জিতেন্দ্র ফোন করে অমিতাভকে এই ছবিটি করার পরামর্শ দেন। বহু সংবাদ মাধ্যমেই দাবি করা হয়, ছবির পরিচালক ও প্রযোজকের কাছে বিগ বি-র নাম প্রস্তাব করার পর জিতেন্দ্র নিজেই তাঁকে ফোন করে এই ছবি করতে বলেন।
advertisement
5/6
তিনি বলেছিলেন, ছবিটির চিত্রনাট্য ভাল এবং অমিতাভই ছবিটির সঙ্গে সুবিচার করতে পারবেন। এই ছবিটি বিগ বি-এর কেরিয়ারে একটি মাইলফলক। 'খাইকে পান বানারস ওয়ালা...' গান হোক বা এই ছবির সংলাপ, সব কিছুই এখনও শ্রোতাদের মনে তাজা। অমিতাভ বচ্চন জিতেন্দ্রের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। 'ডন' -এর সাফল্য অমিতাভ বচ্চনের খ্যাতিকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিল।
advertisement
6/6
বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ অনেক অনুষ্ঠানেই বন্ধু জিতেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জিতেন্দ্রের প্রশংসা করতে গিয়ে অমিতাভ বচ্চন বলেন, বরাবরই চিত্রনাট্য সম্পর্কে জিতেন্দ্র ধারণা পরিষ্কার।