অমিতাভ বচ্চনও এমন! গাড়িতে লিফ্ট দিয়ে বিগ বির প্রশ্নে শিউরে উঠলেন নবাগতা নায়িকা! বহু যুগ পর মুখ খুলতেই চাঞ্চল্য
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Amitabh Bachchan Gossip: সিনেমার পাশাপাশি রয়েছে তাঁর সুখের সংসার৷ রেখা-অমিতাভ নিয়ে অনেক গসিপ বাজারে থাকলেও সে সবকে ফুৎকারে উড়িয়ে দেন বচ্চন ভক্তরা৷
advertisement
1/7

বলিউডে বিগ বির জনপ্রিয়তা ধারাবাহিকভাবেই বজায় রয়েছে৷ ৯-এর দশকের অ্যাঙ্গরি ইয়ং ম্যান থেকে এখন বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরা অমিতাভ বচ্চনের নামই যেন শেষ কথা৷ বচ্চন ফ্যামিলির এক আলাদা ঐতিহ্য রয়েছে বলিউডে৷ সিনেমার পাশাপাশি রয়েছে তাঁর সুখের সংসার৷ রেখা-অমিতাভ নিয়ে অনেক গসিপ বাজারে থাকলেও সে সবকে ফুৎকারে উড়িয়ে দেন বচ্চন ভক্তরা৷ তাঁদের কাছে বচ্চনই তাঁদের হিরো, তাঁদের ঈশ্বর!
advertisement
2/7
১৯৯০ সালে আশিকি ছবির মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যাওয়া অনু আগরওয়াল সম্প্রতি বিগ বিকে নিয়ে একটি মন্তব্য করেন৷ যা শুনে সকলে চমকেই যান!
advertisement
3/7
সিনেমার সঙ্গে অনুর সম্পর্ক ছিল মাত্র ৫ বছর। বহু বছর ধরে পর্দা থেকে দূরে থাকলেও এখন পর্দায় ফিরতে চান তিনি। অনু আগরওয়াল হলেন এই অভিনেত্রী যিনি তাঁর প্রথম ছবিতে ব্লকবাস্টার হিট দিয়েছিলেন। ১৯৯০ সালে 'আশিকি' ছবির মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কীভাবে সাফল্য তাঁর জন্য সমস্যা হয়ে দাঁড়ায়।
advertisement
4/7
একটি ছবির পর রাতারাতি বদলে যায় অনুর জীবন৷ তবে তিনি তাঁর লাইফস্টাইল বদলাননি৷ মুম্বইতে একা থাকতেন অনু, যা 'আশিকি'-এর পরেও অব্যাহত ছিল। কিন্তু একা ঘরে তাঁর দমবন্ধ হতে থাকে৷ নিজেই সে কথা জানিয়েছেন অনু৷
advertisement
5/7
স্টারডম তাঁকে খুব একা করে দেয়, বলছেন অভিনেত্রী৷ কারণ তিনি একা কোথাও যেতে পারতেন না৷ তিনি যেখানেই যেতেন সেখানেই তাঁকে সকলে তাঁর ছবি নিয়ে কথা শুরু করতেন৷ যা সবসময় উপভোগ করতেন না অনু৷
advertisement
6/7
'আশিকি' খ্যাতি নায়িকা বলেন যে একজন বিখ্যাত ব্যবসায়ীর পার্টিতে যোগ দেওয়ার পরে, অমিতাভ বচ্চন তাঁকে কিছু প্রশ্ন করেছিলেন। অনু বলেন, তিনি আমাকে লিফট দিয়ে জিজ্ঞেস করলেন, 'তুমি একা থাকো?' আমি বললাম হ্যাঁ! একা নায়িকা একা থাকে শুনে অনেকেই অবাক হতেন৷ ফলে অমিতাভের এই প্রশ্নে কিছুটা অস্বস্তিতেই পড়েন অনু৷
advertisement
7/7
১৯৯৯ সালে একটি দুর্ঘটনায় ২৯ দিন কোমায় ছিলেন অনু। তারপর থেকেই একেবারে বদলে যায় তাঁর জীবন৷ কিছুতেই আর নিজেকে আগের মতো গড়ে তুলতে পারেননি তিনি৷ অভিনয় থেকে অনেকটাই দূরে চলে যান অনু৷