TRENDING:

Jeetu Kamal-Nabanita Das: 'আমার বহু রাতের আশ্রয় ছিল', নবনীতার পর ফের জিতুর জীবনে বিচ্ছেদের সুর

Last Updated:
নবনীতার সঙ্গে বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর এবার আবার বিচ্ছেদের সুর জিতুর জীবনে।
advertisement
1/5
'আমার বহু রাতের আশ্রয় ছিল', নবনীতার পর ফের জিতুর জীবনে বিচ্ছেদের সুর
তিনি এবং বিতর্ক এখন সমার্থক। ব্যক্তিগত জীবনের কারণে প্রায় এখন শিরোনামে উঠে আসছেন অভিনেতা জিতু কমল। গত জুন মাসে নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। তারপর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতে চাইছে না।
advertisement
2/5
বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড়পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন অভিনেতা৷ হাতেও রয়েছে একগুচ্ছ কাজ৷ একের পর এক ছবি নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত৷ তবে হাজারো ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেতা৷ ভক্তদের নিয়মিত দেন আপডেট৷
advertisement
3/5
নবনীতার সঙ্গে বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর এবার আবার বিচ্ছেদ জিতুর জীবনে।
advertisement
4/5
তবে এই বিচ্ছেদ কোনও প্রিয় মানুষের সঙ্গে নয়, বরং অভিনেতার চার পেয়ে সঙ্গীর সঙ্গে। এই সঙ্গীকে নিয়ে দৌড়ে বেড়াতেন জিতু। এটি হল জিতুর ৬ বছর পুরোনো লাল গাড়ির। এই গাড়িটি বিক্রি করে দিয়েছেন নায়ক। পুরনো সেই গাড়ির জায়গা নেবে ঝাঁ চকচকে নতুন গাড়ি। তাও এতদিনের বন্ধুকে বিদায় দিতে গিয়ে মন খারাপ জিতুর।
advertisement
5/5
অভিনেতা গাড়ির সঙ্গে তোলা নিজের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয়’র ছুটি হল। অনেক উঠা-পড়ার সাক্ষী ছিলো এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার… আজ, মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিক-চিক করে উঠেছিল। কেন! তা,লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিল, কিন্তু বড্ড আপন ছিল। #আমারলালষাঁড়..."
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jeetu Kamal-Nabanita Das: 'আমার বহু রাতের আশ্রয় ছিল', নবনীতার পর ফের জিতুর জীবনে বিচ্ছেদের সুর
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল