Pori Moni: একাধিক নারীসঙ্গ ভুলে মিস করছেন স্ত্রী পরী-কে! তবে কি একা থাকতে পারছেন না রাজ?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও শরিফুল রাজ এই মুহূর্তে টক অফ দ্য টাউন৷ তাদের নিয়ে চর্চার শেষ নেই৷ বর্তমানে আলাদা থাকছেন তাঁরা৷
advertisement
1/5

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও শরিফুল রাজ এই মুহূর্তে টক অফ দ্য টাউন৷ তাদের নিয়ে চর্চার শেষ নেই৷ বর্তমানে আলাদা থাকছেন তারা৷
advertisement
2/5
পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে তোলপাড় ওপার বাংলা৷ বিয়ের বছর ঘুরতে না ঘুরতে চরম অশান্তি শুরু হয়েছে তাদের সংসারে৷ একাধির মহিলার সঙ্গে রাজের ভিডিও প্রকাশ্যে আসতেই অশান্তি শুরু হয়েছে৷
advertisement
3/5
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম প্রথম আলোকে রাজ জানিয়েছেন, 'এই মুহূর্তে তিনি টেকনাফে রয়েছেন৷ তবে পরিবার নয় বরং বন্ধুদের সঙ্গেই রয়েছেন তিনি৷ পরীর কথা উঠতেই তিনি জানিয়েছেন, আগে স্ত্রীকে নিয়েই সিনেমা দেখতেন কিন্তু এখন একাই দেখতে হচ্ছে'৷
advertisement
4/5
রাজের কথা শুনে প্রশ্ন উঠেছে তবে কি পরীকে মিস করছেন তিনি? অভিনেতা বলেন, 'এখন একা দেখলেও যতদিন পরীর সঙ্গে ছিলাম একসঙ্গে দেখতাম৷ আমাদের পছন্দেরও মিল ছিল অনেক৷ সিনেমা দেখার সময়টা ব্যাপক কাটত৷ তবে মিস করার প্রসঙ্গ উঠতেই রাজ সাফ জানিয়েছেন, আগে তো এত বছর একাই ছবি দেখেছি, এই অভ্যাস আবার শুরু হল'৷
advertisement
5/5
রাজ ও পরীকে নিয়ে তর্জা দিনদিন বেড়েই চলেছে৷ কিছুদিন আগেই 'ফাদার্স ডে'-র দিন রাজকে খোঁচা দিয়ে একটি পোস্টও করেছিলেন অভিনেত্রী৷ নাম না নিলেও সকলেই বুঝেছিলেন রাজের উদ্দেশ্যেই তিনি এই পোস্ট করেছিলেন৷