Bollywood Gossip: ছেলে-বৌমার বিচ্ছেদের গুঞ্জনের মাঝে বচ্চনদের ঘরের খবর ফাঁস! এবার জয়া বললেন অমিতাভ তাঁর সঙ্গে কী করেন...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bachchan Family News: কন্যা শ্বেতা এবং নাতনি নভ্যা নন্দা জয়া বচ্চনের এই কথার সত্যতা নিশ্চিত করেছেন৷ সত্যিই বিগ বি নাকি এরকম৷
advertisement
1/8

ভারতীয় সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন৷ জয়াও তাঁর যোগ্য সঙ্গী৷ তিনিও দক্ষ অভিনেত্রী৷ তবে সংসার সামলাতে গিয়ে তিনি বহু বছর ছবির জগৎ থেকে দূরে ছিলেন৷ ১৯৭৩ সালের ৩ জুন তাদের দু’জনের বিয়ে হয়। এরপর অভিনয় থেকে বিরতি নেন জয়া বচ্চন।
advertisement
2/8
আপাতত বচ্চন পরিবারে চলছে অশান্তি৷ বাড়ির ছেলে ও বৌমা অভিষেক ও ঐশ্বর্যর ঘর ভাঙাছে ভাঙছে করছে৷ মেয়েকে নিয়ে ঐশ্বর্য একা থাকছেন, এমনই গুঞ্জন৷ এই ঘটনার পর থেকেই একে একে বচ্চন পরিবারের বহু গোপন তথ্য বাইরে আসতে শুরু করেছে৷ যাতে দর্শকরা অবাক হয়েছেন অবশ্যই৷
advertisement
3/8
কারণ বলিউডের সেরার সেরা পরিবারের ঘরে কী চলে এবং কীভাবে সংসার সামলান বচ্চন দম্পতি, তা জানার জন্য অনেকের মনেই রয়েছে আগ্রহ৷ ফলে বচ্চনদের ঘরের খবর বাইরে আসা নিঃসন্দেহে খুবই চর্চিত হয়৷
advertisement
4/8
এবার জয়া বচ্চন জানালেন ঘরে অমিতাভ বচ্চন তাঁর সঙ্গে কী করেন! অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে কম কথা হয় না৷ এখনও তাঁদের বিষয় কথা বলিউডের হট টপিক৷ ফলে এই খবর জয়া বচ্চন কোনও ভাবে এড়িয়ে চলতে পারেন না৷ এছাড়া তাঁর সঙ্গে করা হয় অবিচার, তাও তিনি স্পষ্ট করেছেন৷
advertisement
5/8
জয়া বচ্চন একবার অমিতাভ বচ্চনের শো কন বনেগা ক্রোড়পতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এবং জয়া অভিযোগ করেছিলেন যে অমিতাভ ফোন ধরেন না। তাঁদের মেয়ে শ্বেতা এবং নাতনি নভ্যা নন্দা ছিলেন সেখানে। জয়া বলেন যে বিগ বি-র (অমিতাভ বচ্চনের) পাঁচ-সাতটি ফোন আছে। কিন্তু ফোন করলে ফোন ধরেন না। আপনি যে কাউকে কল করতে পারেন কিন্তু কোন উত্তর পাবেন না। ফলে বাড়িতে না থাকলে কিছু ঘটলে আমরা তাকে জানাইনি বলে রাগ করেন অমিতাভ। জয়া বললেন যে ফোন না ধরলে কীভাবে তাঁকে জানানো যাবে কোনও কথা!
advertisement
6/8
আরেকটি মজার ঘটনা নাতনি নভ্যা শেয়ার করেছেন যা জয়ার অভিযোগকে সমর্থন করে। 'একবার দাদি বেড়াতে গেলেন। বাড়ি ফেরার সময় পরিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন যে তিনি প্লেনে চড়েছেন। তাঁর দাদু ছাড়া সবাই সেই মেসেজ দেখে ফেলেন। চার-পাঁচ ঘণ্টা পর অমিতাভ সেই মেসেজে ওকে উত্তর পাঠালেন। তখন জয়া বাড়ি পৌঁছে গিয়েছেন।
advertisement
7/8
অমিতাভ বচ্চনের যুক্তি ছিল যে তিনি নেটওয়ার্কের অভাবে উত্তর দিতে দেরি করেছিলেন! যার উত্তরে তাঁর মেয়ে শ্বেতা বলেন, 'সে পুরোটা সময় অনলাইনে ছিলেন অমিতাভ! ইনস্টাগ্রামে পোস্ট করা বা ব্লগ লিখতে ব্যস্ত ছিলেন তিনি। তাহলে কিভাবে নেটওয়ার্ক উধাও হয় তাঁর?' অর্থাৎ অমিতাভ যে মিথ্যে বলছেন, সেটা হাতে নাতে ধরিয়ে দেন তাঁর মেয়ে৷
advertisement
8/8
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির সেটে অমিতাভ বচ্চন এবং জয়ার প্রথম দেখা হয়েছিল। পরে ১৯৭৩ সালের ৩ জুন তারা দুজনেই বিয়ে করেন। শ্বেতা বচ্চন ও অভিষেক বচ্চনের দুই সন্তান রয়েছে৷ জয়া বচ্চনকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানিতে। ২০২৩ সালের ছবিতে রণবীর সিং, আলিয়া ভাট, শাবানা আজমি এবং ধর্মেন্দ্র প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। Kalki 2898 AD হল অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ সিনেমা। অমিতাভ বর্তমানে কোন বনেগা ক্রোড়পতির নতুন সিজনের শুটিং করছেন।