Bollywood Gossip: আমিশার উন্মুক্ত শরীর ওড়ানায় ঢাকতে গিয়ে যা হয়েছিল সঞ্জয় দত্তের...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একথা সম্পূর্ণ অস্বীকার করেন আমিশা৷
advertisement
1/5

•আমিশা প্যাটেলের সঙ্গে কাজ করতে চাননি সঞ্জয় দত্ত৷ সে কারণ বেশ কয়েকটি ছবি থেকে বাদ দেওয়া হয় নায়িকাকে৷ এর পিছনে রয়েছে বড় গল্প৷ যা শুরু হয় ২০১২-এ গোয়ায়৷ স্ত্রী মান্যতার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সঞ্জুবাবা৷ একই জায়গায় এসেছিলেন আমিশা৷ সেখানেই তাঁদের মধ্যে যে ঘটনা ঘটে, তার রেশ চলে বহুদিন৷
advertisement
2/5
•পরিচালক ডেভিড ধওয়ানের ছেলের বিয়েতে হাজির ছিল প্রায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি৷ বিয়ের অনুষ্ঠান হয় গোয়ায়৷ নিমন্ত্রিতদের লিস্টে ছিলেন বলিউডে সব তারকা৷ সেখানে আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্তের মধ্যে শুরু হয় চূড়ান্ত ঝামেলা৷
advertisement
3/5
•বিয়ের অনুষ্ঠানে খুবই উন্মুক্ত পোশাক পরে এসেছিলেন আমিশা৷ এতটাই খোলামেলা ছিল তাঁর পোশাক যে শালীনতার মাত্রা ছাড়ায়৷ তাঁকে এভাবে দেখে মোটেই পছন্দ হয়নি সঞ্জয়ের৷ স্ত্রী মান্যতার সঙ্গে সেখানে উপস্থিত সঞ্জয়, আমিশার গায়ে ওড়না জড়িয়ে দেন৷ ব্যাস, এতে রেগে আগুন হয় কহো না প্যার হে-র নায়িকা!
advertisement
4/5
•সঞ্জয়ের উপর চিৎকার করতে থাকেন তিনি৷ এমনকী সঞ্জয় তাঁকে কুমতলবে স্পর্শ করেছেন, এমন অভিযোগও উঠে আসে৷ পরবর্তীতে সঞ্জয় সেখান থেকে চলে যান৷ গোয়া থেকে ফিরে আসেন মুম্বই৷ সঞ্জয় দত্ত খুব পুরনোপন্থি৷ জানিয়েছেন তাঁর এক বন্ধু৷ মেয়েদের খোলামেলা পোশাক খুব বেশি পছন্দ করেন না অভিনেতা৷ ফলে বিয়েবাড়িতে আমিশার এমন সাজ, পছন্দ হয়নি সঞ্জয়ের৷ সে কারণে আমিশাকে তিনি ওড়না দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেন৷
advertisement
5/5
•পরে অবশ্য এসব কাণ্ড অস্বীকার করেন আমিশা৷ তিনি বলেন যে সঞ্জয় তাঁকে বোনের মতো ভালবাসেন৷ তাঁর কোনও সম্মানহানি হোক, চান না সঞ্জয়৷ তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন যে, এই ঘটনার পর থেকে আমিশার সঙ্গে কাজ করতে চাননি সঞ্জয়৷ তাই তো মুন্নাভাই এমবিবিএস সহ বেশ কয়েকটি ছবি থেকে বাদ পরেন আমিশা৷