Ameesha Patel: কোটি কোটি টাকার জালিয়াতি! লজ্জায় মুখ ঢেকে আত্মসমর্পণ আদালতে, অবশেষে জামিন পেলেন আমিশা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ameesha Patel: ৩ কোটি টাকার চেক বাউন্সের মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করলেন আমিশা ৷ অভিনেত্রীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে৷
advertisement
1/5

বলিউডের অন্যতম চর্চিত নায়িকা হলেন আমিশা প্যাটেল৷ বলিউডে খুব একটা বেশি ছবি না করলেও কন্ট্রোভার্সিতে হামেশাই থাকে আমিশার নাম৷ ফের কোটি কোটি টাকা জালিয়াতি মামলায় নাম জড়াল আমিশার৷
advertisement
2/5
সামনেই মুক্তি পেতে চলেছে আমিশার ছবি 'গদর ২'৷ ছবি নিয়ে দর্শকদের সঙ্গে উত্তেজনা টগবগিয়ে ফুটছে৷ এবার মুক্তির আগে নয়া বিতর্কে জড়ালেন আমিশা৷
advertisement
3/5
৩ কোটি টাকার চেক বাউন্সের মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করলেন বলি নায়িকা৷ অভিনেত্রীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার জালিয়াতির অভিযোগ রয়েছে৷
advertisement
4/5
জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা ও তাঁর বিজনেস পার্টনারের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাঁচির সিভিল কোর্ট৷ এতদিনে আদালতে আত্মসমর্পণ করলেন নায়িকা৷
advertisement
5/5
এদিন আদালতে মুখ ঢেকে প্রবেশ করেন আমিশা৷ আত্মসমর্পণের পর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে আদালত৷ তবে আগামী ২১ জুন মামলা শুনানিতে হাজির থাকতে হবে আমিশাকে৷ তেমনটাই নির্দেশ দিয়েছেন বিচারক৷ আপাতত 'গদর ২' মুক্তির আগে জামিন পেয়ে কিছুটা স্বস্তি মিলল নায়িকার৷