Amala Paul Pregnancy: বিয়ের দু'মাস না পেরতেই অন্তঃসত্ত্বা নায়িকা! দ্বিতীয় স্বামীর সঙ্গে নতুন জীবনের শুরু, স্পষ্ট বেবি বাম্প
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Amala Paul Pregnancy: সমুদ্রসৈকতে ফোটোশ্যুট করে সুখবর দিয়েছেন। বেবি বাম্পের ছবি দেখা গিয়েছে সেখানে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে সন্তান আসার খবর পাওয়ার পরেই কি সাত তাড়াতাড়ি বিয়ে সারলেন?
advertisement
1/6

বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা অভিনেত্রী অমলা পাল। আসন্ন মাতৃত্বের সুখবর দিলেন দক্ষিণী তারকা। স্বামী জগৎ দেশাইয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।
advertisement
2/6
গত ২৬ অক্টোবর মাসে জগৎ তাঁর প্রেমিকা অমলাকে বিয়ের প্রস্তাব দেন গোয়ায় বেড়াতে গিয়ে। সেখানেই বিয়েতে রাজি হন অভিনেত্রী।
advertisement
3/6
তার পরের মাসেই ৫ নভেম্বর, অর্থাৎ বাগদানের ১০ দিনের মাথায় কেরলের কোচিতে বিয়ে সারেন যুগলে। গত ৩ জানুয়ারি দম্পতি তাঁদের জীবনের সুখবর ভাগ করে নেন।
advertisement
4/6
সমুদ্রসৈকতে ফোটোশ্যুট করে সুখবর দিয়েছেন। বেবি বাম্পের ছবি দেখা গিয়েছে সেখানে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে সন্তান আসার খবর পাওয়ার পরেই কি সাত তাড়াতাড়ি বিয়ে সারলেন?
advertisement
5/6
এর আগে ২০১৪ সালে প্রথমবার বিয়ে করেন অমলা। পরিচালক বিজয়ের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
advertisement
6/6
বিয়ের পর অভিনয় করতে চেয়েছিলেন অমলা। কিন্তু শোনা যায়, বিজয়ের পরিবার নাকি তাতে রাজি ছিল না, আর তাতেই এই ডিভোর্স।