Ganesh Chaturthi 2023: অল্লু অর্জুন থেকে শিল্পা, কার্তিক! তারকারা মেতে উঠলেন গণপতির বন্দনায়, রইল ছবি
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ganesh Chaturthi 2023: গণপতির বন্দনায় মেতে উঠেছে বলিউড। সারা বছর যতই ব্যস্ততা থাক, গণেশ চতুর্থী উদযাপনে কোনও ত্রুটি রাখেন না তারকারা। দেখে নেওয়া যাক সেই ছবি।
advertisement
1/5

গণপতির বন্দনায় মেতে উঠেছে বলিউড। সারা বছর যতই ব্যস্ততা থাক, গণেশ চতুর্থী উদযাপনে কোনও ত্রুটি রাখেন না তারকারা। দেখে নেওয়া যাক সেই ছবি।
advertisement
2/5
দুই সন্তান এবং রাজ কুন্দ্রাকে নিয়ে গণেশ চতুর্থী পালন করলেন শিল্পা শেট্টি। প্রত্যেক বারের মতো এ বারও ধুমধাম করে গণেশ পুজো করলেন অভিনেত্রী।
advertisement
3/5
নতুন অতিথি এসেছে রামচরণের বাড়িতে। দক্ষিণী সুপারস্টারের একরত্তির প্রথম গণেশ পুজো দেখা। স্বাভাবিক ভাবেই এই দিনটি আরও বিশেষ হয়ে থাকল তাঁদের পরিবারের জন্য।
advertisement
4/5
অল্লু অর্জুনের পরিবারেও ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবিও দিয়েছেন অভিনেতা।
advertisement
5/5
মুম্বইয়ের লালবাগচারাজায় উপস্থিত হয়েছিলেন কার্তিক আরিয়ান। গণপতির আশীর্বাদ বেওয়ার সময় লেন্সবন্দি হলেন অভিনেতা।