Allu Arjun Arrested: পুলিশের জালে 'পুষ্পা', জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অল্লু অর্জুনকে গ্রেফতার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Allu Arjun arrested in Sandhya theatre stampede case: পুষ্পা ২-র প্রেমিয়ারে বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মহিলার মত্যুর ঘটনায় গ্রেফতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অল্লু অর্জুন৷
advertisement
1/7

গ্রেফতার হলেন অল্লু অর্জুন৷ শুক্রবার দুপুরে হায়দরাবাদ পুলিশ গ্রেফতার করেন তাঁকে৷
advertisement
2/7
পুষ্পা ২-এর প্রেমিয়ারে চূড়ান্ত বিশৃঙ্খলায় মৃত্যু হয় এক মহিলার৷ সেই ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে৷
advertisement
3/7
ঘটনার পর থেকে চলছিল উত্তেজনা৷ যদিও ছবি নিয়ে চলছে ভক্তদের উন্মাদনা৷ বিরাট অঙ্কের ব্যবসা করে ফেলেছে এই ছবি৷
advertisement
4/7
অল্লু অর্জুনের খ্যাতি এবং ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে মাতামাতির শেষ নেই৷ দক্ষিণ ভারত শুধু নয় এখন গোটা দেশের সিনেমাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন৷
advertisement
5/7
এর আগে পুষ্পা ১ ছিল সুপার ডুপার হিট৷ ফলে পুষ্পা ২ নিয়ে আলাদা করে উত্তেজনা ছিল৷ সেই ছবি দেখার প্রতি আগ্রহ ছিল৷ তাই প্রথমদিন শোয়ে উপচে পড়ছিল ভিড়৷
advertisement
6/7
‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে যে মহিলার মৃত্যু হয়েছে। তিনি দিলসুখনগরের বাসিন্দা ৩৯ বছর বয়সী রেবতী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ভাস্কর এবং দুই সন্তানও। রাত ১০টা ৩০ মিনিট নাগাদ পরিবার নিয়ে প্রেক্ষাগৃহ ছেড়ে বেরোচ্ছিলেন রেবতী এবং তাঁর পরিবার। সেই সময়ই পদপিষ্ট হন রেবতী এবং তাঁর পুত্রসন্তান।
advertisement
7/7
সিনেমার দেখতে গিয়ে এই দুর্ঘটনা ও মহিলার মৃত্যুর ক্ষেত্রে শুক্রবার সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতাকে গ্রেফতার করা হন৷ এক দিকে যাঁর ছবি এই মুহূর্তে রমরম করে চলছে থিয়েটারে সেই অভিনেতাকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷