Alisha Chinai: 'বেবি ডল' আলিশা 'মেড ইন ইন্ডিয়া' গেয়ে মাত করেছিলেন! কিন্তু গায়িকার 'সর্বনাশ' করেন অনু মালিক? জানলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Alisha Chinai: কত গান আসবে আর যাবে, কিন্তু ১৯৯০-এর দশকে আলিশা চিনয়ের গাওয়া জনপ্রিয় গান 'মেড ইন ইন্ডিয়া' মানুষ কখনও ভুলতে পারবেন না।
advertisement
1/11

১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ‘কাটে নহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’ গানটি রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। একই সঙ্গে সঙ্গীতশিল্পী হিসাবেও কেরিয়ারে নয়া মাইলফলক গড়ে তুলেছিলেন আলিশা চিনয়।
advertisement
2/11
দিব্যা ভারতী, শ্রীদেবী, জুহি চাওলা, মাধুরী দীক্ষিতের মতো বলি অভিনেত্রীদের কণ্ঠে গান গেয়েছেন আলিশা চিনয়। পরে তাঁর গলায় 'মেড ইন ইন্ডিয়া' গান গোটা দেশকে মাত করেছিল। এখন কী করছেন নব্বইয়ের দশকের প্রথম সারির সঙ্গীতশিল্পী? তাঁর 'সর্বনাশ'-এর কথা শুনলে শিউরে উঠবেন।
advertisement
3/11
কত গান আসবে আর যাবে, কিন্তু ১৯৯০-এর দশকের জনপ্রিয় গান 'মেড ইন ইন্ডিয়া' মানুষ কখনও ভুলতে পারবেন না। ১৯৯৫ সালে আসা এই গানটি গেয়েছিলেন আলিশা চিনয়। এই গানের মাধ্যমে রাতারাতি সুপারস্টার গায়িকা হয়েছিলেন 'বেবি ডল' আলিশা। তাঁকে সকলে ইন্ডিপপের রানি বলতে শুরু করেছিলেন।
advertisement
4/11
হিন্দি মিউজিক কেরিয়ার কিশোরার কুমারের সঙ্গে শুরু করে একের পর এক হিট গান গান আলিশা। পপ সঙ্গীতেও নজর কাড়েন। সিঙ্গলসেও ধামাকা করেন। তারপর হঠাৎ কী হল তাঁর? গানের জগত থেকে কোথায় উধাও হলেন আলিশা চিনয়?
advertisement
5/11
১৯৬৫ সালের ১৮ মার্চ গুজরাতের আমদাবাদে জন্ম আলিশার। জন্মের সময় তাঁর নাম সুজাতা রাখা হলেও পরে নাম পরিবর্তন করে আলিশা রাখেন গায়িকা। উস্তাদ গুলাম আলির কণ্ঠে গজল শুনে সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মায় আলিশার।
advertisement
6/11
‘বেবিডল’, ‘ম্যাডোনা’, ‘কামসূত্র’, ‘আহ...আলিশা!’র মতো একাধিক মিউজিক অ্যালবামে গান গাইতে দেখা যায় আলিশাকে। নব্বইয়ের দশকের মধ্যে ভারতের সঙ্গীতজগতে ‘কুইন অফ ইন্ডিপপ’ নামে পরিচিত হতে থাকেন তিনি।
advertisement
7/11
আলিশা জনপ্রিয়তা পান কিশোর কুমারের সঙ্গে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘কাটে নহি কাটতে ইয়ে দিন ইয়ে রাত’ গানটি গেয়ে। তার পর আর ফিরে তাকাতে হয়নি আলিশাকে। অনু মালিক, আনন্দ-মিলিন্দ, রাজেশ রোশন এবং নাদিম-শ্রবণের মতো সঙ্গীত পরিচালকের সঙ্গে নব্বইয়ের দশকে কাজ করেছেন তিনি।
advertisement
8/11
লেসলি লুইসের সঙ্গে ‘বম্বে গার্ল’ এবং ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেড ইন ইন্ডিয়া’ অ্যালবামের সাফল্যের পর আলিশা কেরিয়ারের শীর্ষে পৌঁছন। কিন্তু একই সময় বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। সঙ্গীত পরিচালক অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন আলিশা। তার সঙ্গে ক্ষতিপূরণ হিসাবে ২৬ লক্ষ টাকাও দাবি করেন গায়িকা।
advertisement
9/11
আলিশার অভিযোগের পাল্টা অভিযোগ জানান অনুও। আলিশার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে দু’কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন অনু। বেশ কয়েক বছর মামলা চলার পর দু’পক্ষের মধ্যে মিটমাট হয়ে যায়।
advertisement
10/11
অনুর সঙ্গে বিতর্কে জড়ানোর পর সঙ্গীতজগৎ থেকে নিজেকে সরিয়ে নেন আলিশা। ১৯৮৬ সালে আলিশা তাঁর ম্যানেজার রাজেশ জাভেরিকে বিয়ে করেন। আট বছর সংসারের পর ১৯৯৪ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।
advertisement
11/11
বলিউডে শোনা যায়, ২০০৩ সালে কানাডার সঙ্গীতশিল্পী রোমেল কাজোয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আলিশা। কিন্তু পরে সে প্রসঙ্গে আর কিছু জানা যায়নি। ২০২২ সালে ‘চমকেগা ইন্ডিয়া’ নামের একটি গান লিখে সেই গানটি গাইতেও দেখা গিয়েছে তাঁকে। তবে মেনস্ট্রিম গানে বহু বছর হলই তিনি আর নেই।