Alia Bhatt At Berlin Film Festival: স্বচ্ছ শাড়ির সঙ্গে হ্রস্ব ব্লাউজ, দৃপ্ত ভঙ্গিতে বার্লিন বিজয় ‘গাঙ্গুবাঈ’ আলিয়ার
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Alia Bhatt : সাদা সিক্যুইনড শাড়ির সঙ্গে কানে হিরের দুল৷ মাথায় সাদা গোলাপ৷ এছাড়া আলিয়া নিরাভরণ৷
advertisement
1/10

বার্লিন চলচ্চিত্র উৎসবে সাদা শাড়িতে অপার্থিব সাজে নজর কাড়লেন পর্দার গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi), মহেশকন্যা আলিয়া৷(Alia Bhatt)
advertisement
2/10
বার্লিন চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রেমিয়ার হচ্ছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র৷ সেই উপলক্ষেই আলিয়া ওই শহরে৷
advertisement
3/10
সাদা সিক্যুইনড শাড়ির সঙ্গে কানে হিরের দুল৷ মাথায় সাদা গোলাপ৷ এছাড়া আলিয়া নিরাভরণ৷
advertisement
4/10
প্রায় স্বচ্ছ শাড়ির সঙ্গে হ্রস্ব ব্লাউজ আলিয়া ক্যারি করেছেন অনায়াস দক্ষতায়৷
advertisement
5/10
এই সাজে, এই দৃপ্ত ও আত্মবিশ্বাসী শরীরী ভাষা সম্বল করেই রেড কার্পেটে পদচারণা আলিয়ার৷ গাঙ্গুবাঈ স্টাইলে ‘নমস্তে বার্লিন’ বলে আদায় করে নিয়েছেন বাহবা৷
advertisement
6/10
বার্লিনের জন্য সাদাকেই বেছেছেন আলিয়া৷ ব্লেজারের সঙ্গে প্লিটেড প্যান্টলের সঙ্গে পরেছেন কানে লম্বা ভারী দুল৷
advertisement
7/10
আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে সঞ্জয় লালী বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’৷
advertisement
8/10
‘পদ্মাবত’-এর মতো বনশালীর এই ছবিও মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে৷
advertisement
9/10
আপত্তি তুলেছেন গাঙ্গুবাঈয়ের পরিবারের উত্তরসূরিরাই৷
advertisement
10/10
মুক্তির আগেই বিতর্কের বিন্দুতে চলে আসা এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে৷