Alia-Mahesh: পকেটে ছিল না টাকা, মদের নেশায় আসক্ত বাবা মহেশ, শৈশবে যা হয়েছিল আলিয়ার সঙ্গে...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Alia-Mahesh: আলিয়া ভাট নিজের শৈশবের কথা বলতে গিয়ে বাবা মহেশের কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন৷ আলিয়া জানান, একটা সময়ে একের পর এক ছবি ফ্লপ হয়েছিল এবং যার কারণে নেশায় আসক্ত হয়েছিলেন বাবা৷
advertisement
1/6

বলিউড পরিচালক মহেশ ভাটের সঙ্গে কন্ট্রোভার্সি ওতপ্রোতভাবে জড়িত৷ বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না৷ ফের পুরনো এক কন্ট্রোভার্সিতে নাম জড়িয়েছে বলিউডের প্রথমসারির পরিচালকের৷
advertisement
2/6
তারকাদের প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা৷ কেমন ছিল আলিয়া ভাটের শৈশব, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন অভিনেত্রী৷
advertisement
3/6
সাক্ষাৎকারে আলিয়া ভাট নিজের শৈশবের কথা বলতে গিয়ে বাবা মহেশের কঠিন সময়ের কথা প্রকাশ করেছেন৷ আলিয়া জানান, একটা সময়ে একের পর এক ছবি ফ্লপ হয়েছিল এবং যার কারণে নেশায় আসক্ত হয়েছিলেন বাবা৷
advertisement
4/6
আলিয়া ভাট বলেন, সকলেই ভাবেন আমি খুবই সচ্ছল পরিবারে বড় হয়েছি৷ কিন্তু এমন একটা সময় গেছে যখন বাবার হাতে কোনও টাকা পয়সা ছিল না৷ বক্সঅফিসেও একটার পর একটা ছবি ফ্লপ হয়েছিল৷ তখনই নেশায় আসক্ত হয়ে গিয়েছিল বাবা৷
advertisement
5/6
অভিনেত্রী আরও বলেন, মদের নেশায় আসক্ত হওয়ার পর সেই নেশা নিজেই কাটিয়ে বেরিয়ে এসেছিলেন বাবা৷ যাতে আমি আর আমার বোন ভাল জীবন পাই৷
advertisement
6/6
তবে বাবা একা নন, মা-কেও কম লড়াই করতে হয়নি৷ এমনকী স্বজনপোষণ নিয়েও আলিয়াকে কম কথা শুনতে হয়নি৷ বর্তমানে বলিউডে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রীদের তালিকায় নাম লিখিয়েছেন আলিয়া ভাট৷