Alia Bhatt-Ranbir Kapoor: কোলে সন্তান আসছে! আগেই দুবার ইঙ্গিত দিয়েছেন আলিয়া-রণবীর! কবে জানেন?
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Alia Bhatt-Ranbir Kapoor: আলিয়া একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর সোনোগ্রাফি চলছে।
advertisement
1/7

মা হতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সোমবার সকাল সকাল সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন আলিয়া। খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে আলিয়া ও রণবীর কাপুর।
advertisement
2/7
আলিয়া একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর সোনোগ্রাফি চলছে। পিছন ফিরে সেই সোনোগ্রাফি দেখছেন রণবীর কাপুর।
advertisement
3/7
খবরটি কাল প্রকাশ্যে আনলেও, আগেই তারকা দম্পতির কাছে সুখবর এসেছিল। আর সেই সুখবরের ইঙ্গিত আগেই দিয়েছিলেন রণবীর ও আলিয়া। যেমন কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি তাঁর সন্তানের নাম নিজের শরীরে ট্যাটু করতে চান।
advertisement
4/7
রণবীরকে জিজ্ঞাসা করা হয়, তাঁর শরীরে কোনও ট্যাটু আছে কিনা? উত্তরে অভিনেতা জানান, কোনও ট্যাটু নেই। কিন্তু শীঘ্রই ট্যাটু করাবেন তাঁদের সন্তানের নাম অথবা সংখ্যা ৮ যেটি রণবীর ও আলিয়ার লাকি নম্বর।
advertisement
5/7
তবে সেই সময়ে রণবীরের এই উত্তরে যে সন্তান আসার ইঙ্গিত লুকিয়ে ছিল কেউ বুঝতে পারেননি। এখানেই শেষ নয়। আরও একটি ইঙ্গিত দিয়েছিলেন তাঁরা।
advertisement
6/7
আলিয়া নিজের ইনস্টাগ্রামে রণবীরের একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেখানে দেখা যাচ্ছিল, রণবীর একটি শিশুকে আদর করছে। ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, "ওকে! দিস ভিডিও ইজ ফুল অফ ভাইব।" অর্থাৎ বাবা হলে সন্তানকে কেমন আদর করবেন সেই ভাইব আগেই পেয়ে গিয়েছেন আলিয়া এই ভিডিওর মাধ্যমে।
advertisement
7/7
আরও মজার বিষয় হল, এই ভিডিওতে রণবীরকে একটি ছাই রঙের টিশার্ট পরতে দেখা যাচ্ছে। সেই একই টিশার্ট পরে আছেন রণবীর আলিয়ার পোস্ট করা গতকালের ছবিতে। মাথাতেও একই টুপি। অর্থাৎ একই দিনে এই ছবি তোলা বলেই মনে করা হচ্ছে। তার মানে খবরটি আগেই পেয়েছিলেন রালিয়া। কিন্তু ভক্তদের কাছে কাল খবরটি প্রকাশ্যে আনলেন।