Alia Bhatt: ফের অন্তঃসত্ত্বা আলিয়া? রাহার পর দ্বিতীয় সন্তানের প্রতীক্ষা! ছেলের নামও আগাম ঠিক করা...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Alia Bhatt: বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ইতিমধ্যেই কন্যা সন্তান রয়েছে। কন্যা রাহা কাপুরের পর কি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা নায়িকা?
advertisement
1/7

বাকিরা উপস্থিত, আলিয়া ভাট কোথায়? কান চলচ্চিত্র উত্‍সব শুরু হওয়ার পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল আলিয়ার ভক্তদের মনে। অবশেষে গত শুক্রবার কানের রেড কার্পেটে অভিষেক করলেন বলিউড অভিনেত্রী।
advertisement
2/7
এখনও পর্যন্ত দু'টি পোশাকে কান চলচ্চিত্র উত্‍সবে দেখা গিয়েছে রণবীর ঘরনিকে। তবে কানের মঞ্চ থেকেই অভিনেত্রীকে নিয়ে শুরু হল ফের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।
advertisement
3/7
প্রথমবার কান চলচ্চিত্র উত্‍সবে পা রেখেই চর্চায় আলিয়ার লুক। প্রথমে অভিনেত্রীকে দেখা যায় গোলাপিরঙা করসেট গাউনে।
advertisement
4/7
পরে বিখ‍্যাত ব্র‍্যান্ড L’Oréal Paris-এর ‘লাইটস অন ওমেনস ওর্থ’ নামের ইভেন্টের জন্য একটি আরমানি প্রাইভ (Armani Privé) গাউন বেছে নিয়েছিলেন বলি নায়িকা। এই লুক প্রকাশ‍্যে আসার পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জল্পনা, ফের অন্তঃসত্ত্বা আলিয়া?
advertisement
5/7
বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ইতিমধ‍্যেই কন‍্যা সন্তান রয়েছে। কন‍্যা রাহা কাপুরের পর কি দ্বিতীয়বারের জন‍্য প্রেগনেন্ট নায়িকা?
advertisement
6/7
Reddit-এ এক ব‍্যক্তি লিখেছেন, ‘‘কয়েকটা অ‍্যাঙ্গেল থেকে গর্ভবতী দেখাচ্ছে’’। আরেকজন মন্তব্য করেছেন, ‘‘আমারও মনে হচ্ছে উনি আবার অন্তঃসত্ত্বা’’। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জিজ্ঞাসা, ‘‘আলিয়া আবার গর্ভবতী? মনে হচ্ছে। খুব মিষ্টি।’’
advertisement
7/7
তবে, এই পুরো ব‍্যাপারটিই সোশ‍্যাল মিডিয়ায় ভক্তদের জল্পনা। এ নিয়ে রণবীর বা আলিয়া কেউই কোনও মুখ খোলেননি। যদিও একটি পডকাস্টে এসে আলিয়া ভাট জানিয়েছিলেন রাহার সঙ্গে মিলিয়ে তাঁর প্রস্তু রেখেছেন একটি পুত্র সন্তানের নাম।