Alia Bhatt: বলিউডের কোনও বড় নাম নয়, অলিয়ার প্রিয় ফোটোগ্রাফার এই অভিনেতা! জানেন কি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt: সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তদের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
advertisement
1/6

রূপকথার মতো প্রেম, তারপর বিয়ে৷ বলিউডের তারকা জুটিদের ভিড়ে রণবীর-আলিয়া নি:সন্দেহে অন্যতম৷ পর্দাতেই হোক বা বাস্তবে, 'রালিয়া'র ভালবাসা মন জয় করে নেয় ভক্তকুলের।
advertisement
2/6
দীর্ঘ ৫ বছর প্রেম করার পর, ২০২২ সালে আলিয়া ভাট এবং রণবীর কাপুর বিয়ে করেন। বিয়ের ২ মাস ১৩ দিনের মাথায়ই প্রথম সন্তান হওয়ার খবর দিয়েছিলেন বি-টাউনের সবচেয়ে আলোচ্য জুটি। তারপর, কন্যাসন্তান রাহার জন্মের পর সুখেই সংসার করছেন তারকা দম্পতি।
advertisement
3/6
সম্প্রতি, আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন করেছিলেন। সেখানে তিনি তাঁর ভক্তদের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।
advertisement
4/6
এক ভক্ত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-এর অভিনেত্রীর কাছে তাঁর জীবনের সেরা ফোটোগ্রাফার কে জানতে চায়।
advertisement
5/6
ভক্তের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলিয়া বলেন, তাঁর ‘সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার’ রণবীর কাপুর। তিনি রণবীর কাপুরের তোলা একটি ছবি পোষ্ট করে লেখেন, ‘‘আমার সবচেয়ে প্রিয় ফটোগ্রাফার..এভার!!”
advertisement
6/6
ছবিটি কেনিয়াতে তাঁদের পচ্ছন্দের মাসাইমারা ভ্রমণের ছবি। ছবিতে, আলিয়াকে তাঁর গালে সুন্দরভাবে হাত রেখে স্কোয়াট পোজ দিয়ে বসে পোজ দেন।