Alia Bhatt | Pregnancy: কে বলে প্রেগন্যান্ট অবস্থায় স্টাইল করা মুশকিল! শিখুন আলিয়ার থেকে! হবু মায়েদের জন্য দিলেন টিপস!
- Published by:Piya Banerjee
Last Updated:
Alia Bhatt: আর কিছুদিন পরেই সুখবর দেবেন আলিয়া ভাট! তার আগেই নজর কাড়লেন পোশাকে! হবু মায়েদের জন্য দারুণ টিপস!
advertisement
1/10
আলিয়া ভাট। বলিউডের এই নায়িকা তাঁর অভিনয়ে মন জয় করেছেন সকলের। এই সময়ে আলিয়ার মতো দক্ষ অভিনেত্রী খুব কম রয়েছেন। এই ছবিতে আলিয়া একটি পিঙ্ক রাফেল ড্রেস পরেছেন।
advertisement
2/10
রণবীর কাপুরকে বিয়ের কিছু দিন পরেই আলিয়া নিজের গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন। প্রেগন্যান্ট বলে স্টাইল হবে না এ কেমন কথা। দেখুন আলিয়াকে। ওভার সাইজ টিশার্ট ও শর্টে মোহময়ী তিনি।
advertisement
3/10
রঙিন পোশাকে উজ্জ্বল আলিয়া। কিছু দিনের মধ্যেই সুখবর দেবেন তিনি।
advertisement
4/10
ব্রাউন র্যাপ পোশাকে মোহময়ী আলিয়া ভাট। কী ভাবে পোশাক পরলে তাঁকে আরও আকর্ষণীয় লাগবে, তা জানেন তিনি।
advertisement
5/10
কালো শর্ট ড্রেসে নজর কেড়েছেন আলিয়া ভাট।
advertisement
6/10
পেল ইয়েলো রঙের পোশাকে ঝলমলে আলিয়া!
advertisement
7/10
রিপড জিন্স ও সাদা শার্টে আলিয়ার থেকে নজর ফেরানো দায়।
advertisement
8/10
রিপড জিন্সের সঙ্গে আলিয়া পরেছেন কালো শার্ট।
advertisement
9/10
ওভার সাইজ ড্রেসে মোহময়ী আলিয়া। গর্ভবতী অবস্থায় এই সব পোশাক অনায়াসে মানাবে সকলকে। হবু মায়েদের জন্য দারুণ টিপস।
advertisement
10/10
হলুদ বেলুন ড্রেসে নজর কাড়া আলিয়া ভাট।