TRENDING:

রিচার থেকে চোখ ফেরাতে পারছেন না আলি, দেখুন রিচা-আলির বিবাহপর্বের অদেখা সব ছবি

Last Updated:
২০১৩ সালে রিচার সঙ্গে আলির পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। ২০১৭ সালে ভেনিস আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছিলেন এই জুটি
advertisement
1/10
রিচার থেকে চোখ ফেরাতে পারছেন না আলি, দেখুন রিচা-আলির বিবাহপর্বের অদেখা সব ছবি
রিসেপশনে সদ্য-বিবাহিতা রিচার থেকে চোখ ফেরাতেই পারছেন না আলি
advertisement
2/10
৪ অক্টোবর, মঙ্গলবার রাতে বন্ধুবান্ধব এবং আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে জমকালো হয়ে উঠেছিল আলি ফজল-রিচা চাড্ডার রিসেপশন
advertisement
3/10
আলি ফজল-রিচা চাড্ডার রিসেপশনে উপচে পড়েছিল গোটা বলিউড। হৃতিক রোশন এলেন তাঁর প্রেমিকা সাবা আজাদকে নিয়ে। এসেছিলেন ভিকি কৌশল থেকে শুরু করে তাপসী পান্নু, বিশাল ভরদ্বাজ, টব্বু, সস্ত্রীক কবীর খান, স্বরা ভাস্কর, মনোজ বাজপেয়ী, সায়নী গুপ্ত, কল্কি কেঁকলা।
advertisement
4/10
আলি ফজল-রিচা চাড্ডার রিসেপশনে হাজির ছিলেন শ্রিয়া পিল্গাওঙ্কর, সিদ্ধান্ত কপূর এবং তাঁর প্রেয়সী করিশ্মা তন্না, ইমাদ শাহ, অক্ষয় ওবেরয়, সুধীর মিশ্র, দিব্যা দত্ত, রোশন যোশী, গুনীত মোঙ্গা, সস্ত্রীক আশুতোষ রানা, সানিয়া মলহোত্র, অমৃতা পুরি, বরুণ গ্রোভার, বিজয় বর্মা, শ্বেতা ত্রিপাঠী, কৃতী খরবন্দা, এষা গুপ্ত, দিয়া মির্জা, পত্রলেখা, হুমা কুরেশি, তিলোত্তমা সোম এবং আরও অনেকে।
advertisement
5/10
কনে রিচা পরেছিলেন রং-রঙিন লং গাউন, মাথায় মানানসই অলঙ্কার
advertisement
6/10
আলি বেছেছিলেন এমব্রয়ডারি করা নীল লম্বা ঝুলের কোট, বুক থেকে কাঁধে ডানার মতো কুঁচি উঠে গিয়েছে
advertisement
7/10
পরিণতি পেল আলি ও রিচার এক দশক পুরোনো প্রেম। তবে, জুটির মুখপাত্র জানিয়েছেন, আইনিভাবে আড়াই-বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন দু'জনে। পরিবার ও বন্ধুদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা উদযাপন করছেন আলি ও রিচা।
advertisement
8/10
পঞ্জবি এবং লখনউভি, দুই সংস্কৃতিকেই সেলিব্রেট করতে চেয়েছেন বর-কনে। বিয়ের আগেই দেশের একাধিক শহরে অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বিয়ের রিসেপশন। সোমবার লখনউতে আলির পরিবার স্বাগত জানাল রিচাকে। অন্যদিকে মঙ্গলবার মুম্বইতে বলিউড বন্ধুদের নিয়ে জমিয়ে পার্টি করছেন তাঁরা। সেই পার্টিতে শামিল বি-টাউনের প্রথমসারির তারকারা।
advertisement
9/10
২০১৩ সালে রিচার সঙ্গে আলির পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। ২০১৭ সালে ভেনিস আর্ন্তজাতিক চলচ্চিত্র উত্সবের লাল গালিচায় নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দিয়েছিলেন এই জুটি
advertisement
10/10
ফুকরে(২০১৩) এবং ফুকরে রিটার্নস(২০১৭)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
রিচার থেকে চোখ ফেরাতে পারছেন না আলি, দেখুন রিচা-আলির বিবাহপর্বের অদেখা সব ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল