Lip Fillers: ইচ্ছা মতো ঠোঁট পেতে নায়িকাদের ভরসা ফিলার! কত টাকা থাকতে হবে, অঙ্কটা প্রকাশ্যে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Lip Fillers: বলিউডে সার্জারি কোনও বড় বিষয় নয়। প্রথম সারির বহু নায়িকাই নিজেকে বদলে ফেলতে চেয়ে এই পন্থা অনুসরণ করেছেন। কিন্তু বেশির ভাগই এ বিষয়ে কথা বলতে চান না।
advertisement
1/5

বলিউডে সার্জারি কোনও বড় বিষয় নয়। প্রথম সারির বহু নায়িকাই নিজেকে বদলে ফেলতে চেয়ে এই পন্থা অনুসরণ করেছেন। কিন্তু বেশির ভাগই এ বিষয়ে কথা বলতে চান না। জাভেদ জাফরির কন্যা অলাভিয়া জাফরি নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর সার্জারির কথা।
advertisement
2/5
অলাভিয়া পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে সার্জারি নিয়ে খোলাখুলি আলোচনা করলেন তিনি। অলাভিয়া জানান, ২০১৯ সালে প্রথম লিপ ফিলার ব্যবহার করেন তিনি। কারণ তিনি অপেক্ষাকৃত মোটা ঠোঁট চেয়েছিলেন।
advertisement
3/5
সেই একই বছরে আন্ডারআই ফিলারও নিয়েছিলেন অলাভিয়া। কারণ তাঁর চোখের নিচে কালো ছোপ স্পষ্ট বোঝা যেত। অলাভিয়া জানান, প্রথম বার তিনি নিউ ইয়র্কে লিপ ফিলার নিয়েছিলেন। কারণ তাঁর মনে হয়েছিল, ভারতের তুলনায় সেখানকার চিকিৎসকরা বেশি দক্ষ হবে। সিরিঞ্জ প্রতি অভিনেত্রীকে ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় যা ৭৪ হাজার টাকা) করে দিতে হয়েছিল।
advertisement
4/5
অলাভিয়া জানান, প্রথম বার লিপ ফিলার নিয়ে বেশ ভয় পেয়েছিলেন তিনি। কারণ ঠোঁটের ফোলা ভাব দূর হতে প্রায় এক মাস সময় লেগেছিল।
advertisement
5/5
এর পর ভারতেও লিপ ফিলার নেন অলাভিয়া। তখন তাঁর খরচ হয় মাত্র ২৫ হাজার টাকা। অলাভিয়া জানান, ভারতে তাঁর ফিলার নেওয়ার অভিজ্ঞতা বিদেশের তুলনায় ভাল।