Akshaye Khanna Love Story: কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়েও ঠিক! একজনের জন্য আজও সংসার করা হল না অক্ষয় খান্নার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Akshaye Khanna Love Story: অক্ষয় খান্নার প্রেমিকার তালিকায় নাম রয়েছে সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন থেকে শুরু করে বলিসুন্দরী ঐশ্বর্যা রাই।
advertisement
1/10

বৃহস্পতিবার ৪৯ বছর বয়সে পড়লেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা অক্ষয় খান্না। বিনোদ খান্নার ছেলে অক্ষয় নিজের অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। জানেন এই অভিনেতা প্রেম করেছেন একাধিক, কিন্তু আজও কারও সঙ্গে বিয়ে করেননি।
advertisement
2/10
অক্ষয় খান্নার প্রেমিকার তালিকায় নাম রয়েছে সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন থেকে শুরু করে বলিসুন্দরী ঐশ্বর্যা রাই। তবে শেষ পর্যন্ত কোনও সম্পর্কই টেঁকেনি। জানেন কাপুর পরিবারের এক মেয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমে ছিলেন অক্ষয়।
advertisement
3/10
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, রণধীর কাপুর নাকি তাঁর কন্যাকে বিয়ে করার প্রস্তাবও নিয়ে গিয়েছিলেন অক্ষয়ের কাছে। কিন্তু অন্য এক মহিলার কারণে অক্ষয়ের বিয়ে শুধুমাত্র ভাঙেই না, সম্পর্কও ভেঙে যায়।
advertisement
4/10
অজয় দেবগণের সঙ্গে সেই সময় প্রেম ছিল করিশমা কাপুরের। সেই সম্পর্ক ভাঙেই অক্ষয়ের জন্য। অক্ষয় খান্নার কাছে গিয়ে বড় মেয়ের সঙ্গে বিয়ের কথাও বলে ফেলেন রণধীর। কিন্তু করিশমার মা অভিনেত্রী ববিতা কাপুর এই বিয়েতে রাজি হননি।
advertisement
5/10
মা হিসাবে তিনি কখনও চাননি যে তাঁর কন্যারাও কেরিয়ার ছেড়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ুক। সরাসরি সেই সময় করিশমার বিয়ে নাকোচ করে দেন ববিতা।
advertisement
6/10
আসলে সেই সময় করিশমা কেরিয়ারের শীর্ষে ছিলেন। তখন বিয়ে করা মানে কেরিয়ার একেবারেই শেষ হয়ে যাবে মনে করে ববিতা মেয়ের বিয়েতে অরাজি হন।
advertisement
7/10
ববিতা তাঁর সিদ্ধান্তে অটল থাকায় করিশমা এবং অক্ষয়ের বিয়ের কথা গোড়াতেই থেমে যায়। এমনকী, এর প্রভাব তাঁদের সম্পর্কেও পড়তে থাকে। এর পর করিশমার সঙ্গে সম্পর্কে ইতি টানেন অক্ষয়।
advertisement
8/10
করিশমা এরপর অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাগদান হওয়ার পরেও সেই বিয়ে হয়নি।
advertisement
9/10
ববিতা তাঁর সিদ্ধান্তে অটল থাকায় করিশমা এবং অক্ষয়ের বিয়ের কথা গোড়াতেই থেমে যায়। এমনকী, এর প্রভাব তাঁদের সম্পর্কেও পড়তে থাকে। এর পর করিশ্মার সঙ্গে সম্পর্কে ইতি টানেন অক্ষয়।
advertisement
10/10
২০০৩ সালে দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরকে বিয়ে করেন করিশমা। বহু বছর এক ছাদের তলায় থেকেও সঞ্জয়ের সঙ্গে ছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে। পরে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের।