Akshay Kumar : তাঁর বায়োপিকে 'হ্যান্ডসাম হাঙ্ক' নীরজ চোপড়াকেই নাকি দেখতে চান অক্ষয় কুমার!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Akshay Kumar : বলিউড প্রযোজকরা মুখিয়ে রয়েছেন হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রামের কৃষকের ছেলের বিশ্বজয়ের কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরতে।
advertisement
1/7

অলিম্পিকের মঞ্চে ১০০ বছরের ইতিহাস পালটে গোটা দেশের হার্টথ্রব নীরজ চোপড়া। ‘সোনার ছেলে’কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঁধভাঙা উন্মাদনা, গত দু-দিনে নীরজের ফলোয়ার সংখ্যা ৩০ লক্ষ বেড়েছে! রূপকথার মতো নীরজের সাফল্যের এই আখ্যান।
advertisement
2/7
বলিউড প্রযোজকরা মুখিয়ে রয়েছেন হরিয়ানার পানিপথের ছোট্ট গ্রামের কৃষকের ছেলের বিশ্বজয়ের কাহিনি রুপোলি পর্দায় তুলে ধরতে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ঘোরাফেরা করছে নানান মিম, পোস্ট। যার মধ্যে সবচেয়ে চর্চিত মিম-টি অক্ষয় কুমারকে ঘিরে।
advertisement
3/7
ট্যুইটারে ছেয়ে যাওয়া মিমটিতে অক্ষয়কে তাঁর ডেবিউ ছবি ‘সওগন্ধ’-এর সেটে লাঠি হাতে দেখা গিয়েছে। নেটিজেনদের দাবি অক্ষয় কুমার ইতিমধ্যেই নীরজ চোপড়ার বায়োপিকের পরিকল্পা শুরু করে দিয়েছেন। অক্ষয়কে সম্প্রতি এক সাক্ষাত্কারে এই ব্যাপারে প্রশ্ন রাখা হয়েছিল। এই মজাদার মিম নজর এড়ায়নি আক্কির, তিনি নীরজ চোপড়াকে নিয়ে যা উত্তর দিয়েছেন তা সত্যি চমকে দেওয়ার মতো।
advertisement
4/7
অক্ষয় অলিম্পিকের ইতিহাসে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম মেডেল এনে দেওয়া নীরজ চোপড়া সম্পর্কে জানান, ‘আমি তো এটাই বলব যে ওকে দুর্দান্ত দেখতে। যদি কেউ কোনওদিন আমার কোনও বায়োপিক বানাতে চায়, তাহলে আমি বলব নীরজ সেখানে অভিনয় করতে পারে।
advertisement
5/7
আমি দেখেছি আমার প্রথম ছবি সওগন্ধের সেটের ওই লাঠি হাতে ধরা ছবিটা, যা দেখে লোকজন বলছে আমি এখন থেকেই ওর বায়োপিকের প্রস্তুতি নিচ্ছি! আমার ব্যাপারটা মজার লেগেছে’।
advertisement
6/7
টোকিও থেকে আজই দেশে ফিরেছেন নীরজ কুমার। দিল্লি এয়ারপোর্টে তাঁকে ঘিরে ছিল সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস। এতোদিনে নেটিজেনরা একথাও জেনে গিয়েছেন নীরজ চোপড়ার প্রিয় অভিনেতা অক্ষয় কুমার, মাত্র দুজন বলিউড তারকাকেই ইনস্টাগ্রামে ফলো করেন এই জ্যাভলিন থ্রোয়ার।
advertisement
7/7
অক্ষয়ের পাশাপাশি হরিয়ানার ভূমিপুত্র রণদীপ হুডাকেও ফলো করেন নীরজ। নিজের প্রিয় অভিনেতার থেকে এমন প্রশংসা শোনবার পর নীরজ কী বলবেন? এই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষায় আমরা।