অক্ষয়-অজয়-সলমন ফিরিয়েছিলেন প্রস্তাব! ৩০ বছর আগের এই ছবির হাত ধরেই বলিউড পায় তার বাদশাকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Akshay Kumar, Ajay Devgan and Salman Khan rejected hit film: নেতিবাচক চরিত্রে শাহরুখের অভিনয় সকলের মনে রীতিমতো ভয় ধরিয়েছিল। তবে জায়গা করে নিতে পেরেছিলেন ভক্তদের মনে।
advertisement
1/5

প্রায় তিরিশ বছর হতে চলল। ১৯৯৩ সালের নভেম্বর মাসে মুক্তি পেয়েছিল একটি ছবি। যা বক্স অফিসে রীতিমতো রেকর্ড-ভাঙা সাফল্য এনে দিয়েছিল। তৎকালীন বড় তারকা তথা অক্ষয় কুমার, অজয় দেবগন এবং সলমন খানের কাছে এই ছবির প্রস্তাব গিয়েছিল। সরাসরি ‘না’ বলে দেন তাঁরা।
advertisement
2/5
এর পর প্রস্তাব যায় এক উঠতি তারকার কাছে। এই ছবিই ভাগ্য বদলে দিয়েছিল তাঁর। বি-টাউনও পেয়েছিল তার নতুন সুপারস্টারকে। এতক্ষণে কি বুঝতে পারলেন কেউ সুপারহিট কোন ছবির কথা এখানে বলা হচ্ছে? কথা হচ্ছে ‘বাজিগর’ ছবির। এই ছবিতেই প্রথম বার নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল বলিউড ‘বাদশা’ শাহরুখ খানকে। আর এই নেতিবাচক চরিত্রের কারণেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন অক্ষয়, অজয় এবং সলমন। আসলে তখন এমন একটা সময় ছিল, যখন মূলধারার নায়করা নেতিবাচক চরিত্র করতে চাইতেন না। কিন্তু শাহরুখ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন।
advertisement
3/5
আর নেতিবাচক চরিত্রে শাহরুখের অভিনয় সকলের মনে রীতিমতো ভয় ধরিয়েছিল। তবে জায়গা করে নিতে পেরেছিলেন ভক্তদের মনে। ‘বাজিগর’ ছবিতে কাজ করার আগে শাহরুখ খান আরও ৭টি ছবিতে কাজ করেছিলেন। কিন্তু সেই স্বীকৃতি তিনি পাননি। এরকম একটা সময়ে অন্য একটি ছবির কথা বলতে আব্বাস-মস্তানের অফিসে গিয়েছিলেন শাহরুখ। আর ওই সময়টায় ‘বাজিগর’ ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অক্ষয়-সলমন-অজয়।
advertisement
4/5
এদিকে ‘ভিকি মালহোত্রা’ চরিত্রের জন্য একজন দিল্লির ছেলেই হন্যে খুঁজছিলেন পরিচালক জুটি। এর পর শাহরুখের সামনেই ওই চরিত্রের প্রস্তাব রাখেন তাঁরা। আর কিং খান স্ক্রিপ্ট শোনার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলে দেন। তার পরের গল্প তো সকলেরই জানা! ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ।
advertisement
5/5
আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতাকে। ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল তাঁর। ‘ভিকি মালহোত্রা’-ই তাঁকে জিতিয়ে দেয় ফিল্মফেয়ার সেরা অভিনেতার পুরস্কার। একের পর এক ছবির অফার আসতে থাকে শাহরুখ খানের হাতে। বলিউডে জন্ম হয় এক নতুন সুপারস্টারের!