TRENDING:

একই বছরে বলিউডে পা রেখেছিলেন তিন অভিনেতা, তাঁদের মধ্যে ২ জন ছিনিয়ে নিয়েছেন সুপারস্টারের সিংহাসন, তবে তৃতীয় জন বিদায় জানিয়েছেন রুপোলি দুনিয়াকে

Last Updated:
অক্ষয় এবং বিবেকের পরে ওই একই বছরে বলিউডে পদার্পণ করেছিলেন অজয় দেবগনও। আর অজয়ের প্রথম ছবি মুক্তি পেতেই তা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।
advertisement
1/7
একই বছরে বলিউডে পা রেখেছিলেন ৩ অভিনেতা, তাঁদের মধ্যে ২ জন সুপারস্টার, তৃতীয় জনের কী হল?
আজ থেকে প্রায় চৌত্রিশ বছর আগে অর্থাৎ ১৯৯১ সালে বলিউডে ডেবিউ করেছিলেন অক্ষয় কুমার। প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি। আর ঠিক সেই সময় অক্ষয়ের পরে-পরেই বলিউডে পা রেখেছিলেন আরও এক অভিনেতা - বিবেক মুশরান। বক্স অফিসে তাঁর ছবি ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছিল। অক্ষয় এবং বিবেকের পরে ওই একই বছরে বলিউডে পদার্পণ করেছিলেন অজয় দেবগনও। আর অজয়ের প্রথম ছবি মুক্তি পেতেই তা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে।
advertisement
2/7
যদিও এই তিন অভিনেতার মধ্যে বিবেকের কেরিয়ার তেমন সাফল্যের মুখ দেখেনি। এ কথা তো সকলেরই জানা! এমনকী রুপোলি দুনিয়া থেকেও বিদায় নিয়েছেন তিনি। অন্যদিকে অক্ষয় কুমার সুপারস্টার হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেছেন। পিছিয়ে নেই অজয়ও। তিনিও আজ বি-টাউনের সুপারস্টার। তাঁর ছবিও বক্স অফিসে হামেশাই ঝড় তুলে দেয়।
advertisement
3/7
‘সৌগন্ধ’ (২৫ জানুয়ারি ১৯৯১): অজয় এবং বিবেক মুশরানের ডেবিউয়ের আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের প্রথম বলিউডি ছবি ‘সৌগন্ধ’। যদিও মুক্তির পরে বক্স অফিসে তেমন কামাল দেখাতে পারেনি ছবিটি। ফলে জুটেছিল ফ্লপ-এর তকমা। এটি একটি অ্যাকশন ধারার ছবি। যা পরিচালনা করেছেন রাজ এন সিপ্পি। অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল শান্তিপ্রিয়াকে। এটি অভিনেত্রীর ডেবিউ ছবি ছিল। তবে অক্ষয়ের প্রথম ছবি ফ্লপ হলেও বলিউডে আজ দাপটের সঙ্গে রাজত্ব চালাচ্ছেন অভিনেতা।
advertisement
4/7
‘সওদাগর’ (৯ অগাস্ট ১৯৯১): অক্ষয় কুমারের ঠিক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বিবেক মুশরানের ডেবিউ ছবি ‘সওদাগর’। যা মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল মণীষা কৈরালাকে। এটি তাঁরও প্রথম বলিউডি ছবি ছিল। আর এই ছবির হাত ধরে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন বিবেক।
advertisement
5/7
তবে তাঁর কেরিয়ারের এর পরবর্তী ছবিগুলি তেমন সাফল্য পায়নি। ফলে নিজেকে বড় পর্দা থেকে দূরে সরিয়ে নেন বিবেক। বরং ছোট পর্দায় বেশ সক্রিয় হয়ে ওঠেন। তবে বলে রাখা ভাল যে, ‘সওদাগর’ ছবিতে তাঁর সঙ্গে দিলীপ কুমার এবং রাজ কুমারকেও দেখা গিয়েছিল। এটি ১৯৯১ সালের সর্বোচ্চ আয় প্রদানকারী ছবি হয়ে উঠেছিল।
advertisement
6/7
‘ফুল অওর কাঁটে’ (২২ নভেম্বর ১৯৯১): বিবেক এবং অক্ষয়ের পরেই বলিউডে পা রেখেছিলেন অজয় দেবগন। তাঁর ডেবিউ ফিল্ম ‘ফুল অওর কাঁটে’ মুক্তির পরেই বক্স অফিসে সুপারহিটের তকমা পেয়েছিল। আর ছবির সমস্ত গানও ভক্তদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। আর ডেবিউ ফিল্মে র পর থেকেই বলিউডে রাজত্ব করতে শুরু করেন অজয়।
advertisement
7/7
বলে রাখা ভাল যে, ‘ফুল অওর কাঁটে’ ছবিতে অভিনয় করেছিলেন মধু, অরুণা ইরানি, জগদীপ এবং অমরীশ পুরির মতো তারকারাও কাজ করেছেন। এটি ১৯৯১ সালের পঞ্চম সর্বোচ্চ আয় প্রদানকারী ছবি ছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
একই বছরে বলিউডে পা রেখেছিলেন তিন অভিনেতা, তাঁদের মধ্যে ২ জন ছিনিয়ে নিয়েছেন সুপারস্টারের সিংহাসন, তবে তৃতীয় জন বিদায় জানিয়েছেন রুপোলি দুনিয়াকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল