TRENDING:

Aishwarya Rai Salman Khan: 'এখন ও কাঁদছে...' এশ্বর্যকে নিয়ে যা বললেন সলমনের ভাই সোহেল, প্রকাশ্যে সল্লু-অ্যাশের সম্পর্কের নানা অজানা কথা

Last Updated:
সঞ্জয় লীলা ভনসালির 'হাম দিল দে চুকে সনম'-এর সেটে সম্পর্কে জড়ান সলমন আর ঐশ্বর্য। সে এক উত্তাল পর্ব
advertisement
1/8
'এখন ও কাঁদছে...' এশ্বর্যকে নিয়ে যা বললেন সলমনের ভাই সোহেল
বিগত কয়েকমাস ধরেই অভিষেক- ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জনে মুখর বলিউড। বলি-পাড়ার অলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে চিড় ধরেছে। বচ্চনদের সঙ্গে এক বাড়িতে আর থাকছেন না ঐশ্বর্য। মেয়ে আরাধ্যাকে নিয়ে তিনি ইদানীং আলাদা থাকছেন। আর এই পরিস্থিতিতেই এশ্বর্যর পুরনো সম্পর্কের খবর চর্চায়। একের পর এক সামনে আসছে একসময়ে সলমন-ঐশ্বর্যর উথালপাথাল প্রেমের নানা গুঞ্জন।
advertisement
2/8
শোনা যাচ্ছে, অনেক আগেই পথ আলাদা হয়েছে অভিষেক-ঐশ্বর্যর। তা নিয়ে যদিও এখনও মুখে কুলুপ বচ্চন পরিবারের। তবে ঐশ্বর্যের সঙ্গে যে তাঁদের সম্পর্ক আর মসৃণ নেই, সেই প্রমাণ মিলছে বারবার। বলিটাউনে গুঞ্জন, নিমরত কৌর-এর সঙ্গে অভিষেকের সম্পর্কের জেরেই নাকি ভেঙেছে অভি-অ্যাশ জুটি। অন্যদিকে, এই টালমাটাল পরিস্থিতিতেই সলমন খান আর ঐশ্বর্যর এককালীন প্রেম নিয়ে মুখ খুললেন সলমনের ভাই সোহেল খান।
advertisement
3/8
সঞ্জয় লীলা ভনসালির 'হাম দিল দে চুকে সনম'-এর সেটে সম্পর্কে জড়ান সলমন আর ঐশ্বর্য। সে এক উত্তাল পর্ব। কিন্তু ২০০১ -এ আচমকাই ছন্তপতন। বিচ্ছেদ হয়ে যায় কপোত-কপোতির। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। অনেক কাদা ছোড়াছুড়ি!
advertisement
4/8
এশ্বর্য সাক্ষাৎকারে জানান, সলমনের মদ্যপ আচরণের জন্যই নাকি তিনি সম্পর্ক থেকে বার হয়ে আসেন। তিনি এও বলেন, সলমন নাকি তাঁকে নানাভাবে অপমান করেছেন। তারমধ্যে যেমন রয়েছে শারীরিক হেনস্থা, রয়েছে অবমাননাকর কথাবার্তা। এমনকি তাঁর সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য মহিলার সঙ্গেও সম্পর্কে লিপ্ত হন সলমন।
advertisement
5/8
যদিও ঐশ্বর্যর সমস্ত 'অপবাদ' একপ্রকার মাথা পেতে নেন সলমন খান। তিনি একবার-ও ঐশ্বর্যর করা কোনও অভিযোগের বিরোধিতা করেননি, ঐশ্বর্য সম্পর্কে একটাও বিরূপ মন্তব্য করেননি প্রকাশ্যে।
advertisement
6/8
কিন্তু চুপ থাকতে পারেননি সলমনের ভাই সোহেল খান। তিনি একটি সাক্ষাৎকারে জানান, ঐশ্বর্য কোনওদিন সলমনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। অথচ,খান পরিবার ঐশ্বর্যকে পরিবারের সদস্য হিসাবেই মেনে নিয়েছিল।
advertisement
7/8
সোহেল খানের কথায়, '' আজ ঐশ্বর্য প্রকাশ্যে কাঁদছেন। অথচ যখন তিনি মাঝেমধ্যেই আমাদের বাড়ি আসতেন, পরিবারের একজনের মতোই আচরণ করতেন, তখন কি কখনও সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্বীকার করেছেন? এতে সলমন নিরাপত্তাহীনতায় ভুগতেন। সলমন জানতে চাইতেন, এশ্বর্য আদৌ তাঁকে ভালবাসে কী না, তাঁর সঙ্গে জীবন কাটাতে চায় কী না! কিন্তু এশ্বর্য কখনও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতেন না।''
advertisement
8/8
২০০১ সালে অনেক তিক্ততা পেরিয়ে সলমন আর এশ্বর্যর ব্রেক-আপ হয়। ২০০৭ সালে অভিষেককে বিয়ে করেন ঐশ্বর্য।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai Salman Khan: 'এখন ও কাঁদছে...' এশ্বর্যকে নিয়ে যা বললেন সলমনের ভাই সোহেল, প্রকাশ্যে সল্লু-অ্যাশের সম্পর্কের নানা অজানা কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল