TRENDING:

Aishwarya Rai Bachchan: ভাঙনের মুখে বচ্চন পরিবার? জন্মদিনে ঐশ্বর্যর সঙ্গে শুধু মা-মেয়ে, বাদ অভিষেকও!

Last Updated:
বৌমার জন্মদিনে উপস্থিত নেই বচ্চন পরিবারের কোনও সদস‍্যই। আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনও। তবে কি চিড় ধরেছে দু'জনের সম্পর্কে?
advertisement
1/6
ভাঙনের মুখে বচ্চন পরিবার? জন্মদিনে ঐশ্বর্যর সঙ্গে শুধু মা-মেয়ে, বাদ অভিষেকও!
গতকালই ৫০-এ পা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। জন্মদিনে মা এবং মেয়েকে নিয়ে সিদ্ধিবিনায়ক মন্দিকে পুজো দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে বৌমার জন্মদিনে উপস্থিত নেই বচ্চন পরিবারের কোনও সদস‍্যই। আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনও। তবে কি চিড় ধরেছে দু'জনের সম্পর্কে?
advertisement
2/6
বচ্চন পরিবারে ‘ভাঙনের’ খবর নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম নেটদুনিয়া। শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা নন্দা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভাল নয়, এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল।
advertisement
3/6
বহুদিন ধরেই পরিবারের অন‍্য সদস‍্যদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি বচ্চন পরিবারের বৌমাকে। কিন্তু সম্পর্কের ফাটলের আঁচ কি ছড়িয়েছে পুরো পরিবারেই? ঐশ্বর্যর জন্মদিন ঘিরে তেমনই জল্পনা দানা বেঁধেছে৷
advertisement
4/6
জন্মদিনে স্ত্রীকে অনেক দেরিতেই শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক৷ ইনস্টাগ্রামে শুধুমাত্র ‘হ্যাপি বার্থডে’ লিখেই কাজ সেরেছেন তিনি৷ স্ত্রীর প্রতি এহেন আচরণ করে নেটনাগরিকদের সমালোচনার মুখে পড়েন অভিনেতা৷ তবে অভিষেক শুভ জন্মদিনটুকু লিখলেও পরিবারের আর কোনও সদস্য ঐশ্বর্যকে শুভেচ্ছাও জানাননি৷ শ্বশুরমশাই অমিতাভ বচ্চনও বৌমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি৷
advertisement
5/6
তবে অভিষেক শুভ জন্মদিনটুকু লিখলেও পরিবারের আর কোনও সদস্য ঐশ্বর্যকে শুভেচ্ছাও জানাননি৷ শ্বশুরমশাই অমিতাভ বচ্চনও বৌমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাননি৷
advertisement
6/6
ঐশ্বর্য রাই বচ্চন তার জন্মদিনে মা ও মেয়েকে নিয়ে প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছেছিলেন। এর পরে তিনি একটি ইভেন্টে যান৷ এই ইভেন্টে তিনি ঘটা করেই নিজের ৫০তম জন্মদিন পালন করেন৷ তবে সব জায়গাতেই অনুপস্থিত বচ্চন পরিবারের সদস্যরা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai Bachchan: ভাঙনের মুখে বচ্চন পরিবার? জন্মদিনে ঐশ্বর্যর সঙ্গে শুধু মা-মেয়ে, বাদ অভিষেকও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল