Aishwarya Abhishek Bachchan: সে কী! ফুলশয্যার রাতেই স্ত্রী ঐশ্বর্যর হাতে থাপ্পড় খেয়েছিলেন নাকি অভিষেক!!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Aishwarya Abhishek Bachchan: অভিষেক বচ্চনকেও নাকি বৌয়ের হাতে চড় খেতে হয়েছিল। তাও আবার বিয়ের রাতেই। কারণ শুনলে আপনারও চোখ কপালে উঠবে। তবে শুনুন সেই গল্প।
advertisement
1/8

জনপ্রিয় রিয়েলিটি শো, 'দ্য কপিল শর্মা শো'-তে একবার এক দর্শক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইকে জিজ্ঞাসা করেছিলেন কী দেখে পছন্দ হয়েছিল তাঁর জুনিয়র বচ্চনকে? অভিনেত্রী বলেছিলেন, "কেন? আপনার কি মনে হয় ও যথেষ্ট সুন্দর নয়?" তিনি বলেন, "অভিষেকের রূপের চেয়েও গুণ অনেক বেশি। ওর বুদ্ধিদীপ্ত ব্যবহার আমাকে আকৃষ্ট করেছিল। আমার মতে রূপ ক্ষণিকের। কিন্তু, মানুষের আসল পরিচয় তাঁর বুদ্ধিতে। অভিষেক ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন। খুবই মজার মানুষ ও।" কিন্তু এহেন বুদ্ধিদ্বীপ্ত অভিষেক বচ্চনকেও নাকি বৌয়ের হাতে চড় খেতে হয়েছিল। তাও আবার বিয়ের রাতেই। কারণ শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। ছবি : সংগৃহিত
advertisement
2/8
অভিষেক-ঐশ্বর্যর কাপল কেমিস্ট্রি নিয়ে নেহাতই কম চর্চা নেই আরব সাগরের তীরে। আইডিয়াল দম্পতি বলাই যায় তাঁদের। যুগলের প্রেম ও সুখী দাম্পত্য নিয়ে কেউ কেউ যে আড়ালে হিংসেও করেন সেকথা বলাই বাহুল্য।
advertisement
3/8
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেন, অভিষেক বচ্চনকে বন্ধু ভাবতেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে ক্রাশ খাননি কখনও। তবে জানেন কি একেবারে ফুলশয্যার রাতেই নাকি অভিষেককে থাপ্পড় মেরেছিলেন অ্যাশ? ঠিক কী কারণে বিয়ের পর প্রথম রাতে ওই কাণ্ড ঘটালেন ঐশ্বর্য রাই? তারপরেই বা কী হল? শুনুন তবে... ছবি : সংগৃহিত
advertisement
4/8
সালটা ২০০৭। ওই বছরের ২০ এপ্রিল বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অভিষেক বচ্চন। সেই গ্র্যান্ড বিয়ের অনুষ্ঠানের স্মৃতি অনুরাগীদের মনে আজও তরতাজা। তবে অনেকেই এটা জানেন না যে ফুলশয্যার রাতে স্বামী অভিষেককে চড় কষিয়েছিলেন ঐশ্বর্য রাই! অন্তত এমনটাই দাবি মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যমের। সেই রাতে নাকি জলসায় ঘটেছিল আজব ঘটনা যার জেরে ঐশ্বর্যের সঙ্গে 'পাঙ্গা' নিতে আজও ভয় পান জুনিয়র বচ্চন। ছবি : সংগৃহিত
advertisement
5/8
কিন্তু, এমন কী ঘটেছিল সেদিন যে সদ্য বিয়ে করার পর স্বামীকে চড় মারতে দ্বিধা করলেন না রাইসুন্দরী? মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ফুলশয্যার রাতে অভিষেক ঐশ্বর্যের সঙ্গে একটু দুষ্টুমি করেছিলেন। তিনি নাকি বিছানার বেশ কিছু নাটবল্টু খুলে ফেলেছিলেন। কাজটা তিনি এতটাই সূক্ষ কায়দায় করেছিলেন যে পুরোপুরি ভেঙে যায়নি খাটটি। তবে কেউ ওই বিছানায় বসলে নিশ্চিতভাবে তা ভেঙে পড়ার কথা। আর অভিষেক এমনটাই চাইছিলেন! ছবি : সংগৃহিত
advertisement
6/8
বিয়ের রাতে ক্লান্ত ঐশ্বর্য বিছানায় বসা মাত্রই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে খাট। আকস্মিক এহেন কাণ্ডে হতচকিত হয়েছিলেন বিশ্বসুন্দরী। কিন্তু, তাঁর অবস্থা দেখে অভিষেক হেসে খুন হয়েছিলেন। কেন খাট এভাবে ভেঙে পড়ল বুঝতে পেরে কিন্তু ওই মুহূর্তে ভয়ানক চটেছিলেন বিশ্বসুন্দরী। অভিষেকের গালে আলতো করে চড়ও মেরেছিলেন বলে খবর। ছবি : সংগৃহিত
advertisement
7/8
তবে বেশিক্ষণ টেকেনি সেই রাগ। কারণ, অভিষেকের এই খুনসুঁটিতেই নাকি মজেছিলেন ঐশ্বর্য। একাধিক সাক্ষাৎকারে বা চ্যাট শোতে ঐশ্বর্য জানিয়েছেন যে অভিষেকের বুদ্ধিই তাঁকে আকর্ষণ করেছিল।
advertisement
8/8
প্রথম দেখায় প্রেমে পড়েননি তিনি। বরং অভিষেকের সঙ্গে মেশার পর তাঁর প্রেমে পড়েছিলেন। এমনকি Oprah -কে দেওয়া সাক্ষাৎকারেও ঐশ্বর্য রাই বচ্চন বলেন, "ওর মতো রসিক মানুষ খুঁজে পাওয়া দায়!" ছবি : সংগৃহিত