TRENDING:

New Bengali Movie : শিশুদের জন্য বাংলায় প্রথমবার আসছে AI চলচ্চিত্র 'খেলাঘর বাঁধতে লেগেছি'! থাকছে আরও নানা চমক

Last Updated:
New Bengali Movie : 'খেলাঘর বাঁধতে লেগেছি' কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
advertisement
1/5
শিশুদের জন্য বাংলায় প্রথমবার আসছে AI চলচ্চিত্র 'খেলাঘর বাঁধতে লেগেছি'!
'খেলাঘর বাঁধতে লেগেছি' কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
advertisement
2/5
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথি দেব, জয় সেনগুপ্ত, বাসাবদত্তা চট্টোপাধ্যায়, ধ্রুব মুখোপাধ্যায়, প্লাবন দেব, শ্রীজা ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন শিবাজী দত্ত।
advertisement
3/5
এক শিশু বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, তাই সে আশ্রয় হিসেবে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে।
advertisement
4/5
গল্পের মূল চরিত্র চারজন- প্রবোধচন্দ্র, তার ছেলে অমিতাভ, অমিতাভের স্ত্রী হেম ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। কিন্তু তাদের বাবা পারিবারিক ব্যবসা নিয়ে, আর মা নিজের অস্তিত্বের লড়াইয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেদের সময় দিতে পারে না। তবে বাবা-মা তাদের অবহেলা করলেও ভালবাসায় ভরিয়ে রাখে দাদু।
advertisement
5/5
\কিন্তু বাবা-মা ছেলেদের সময় না দেওয়ায়, আসতে থাকে নানা সমস্যা। ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন খাতে বইবে প্রবোধচন্দ্র, অমিতাভ, হেম, মেঘ আর বিদ্যুৎ-এর জীবন? তার উত্তর মিলবে 'খেলাঘর বাঁধতে লেগেছি' ছবিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুভ মুক্তি হতে চলেছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
New Bengali Movie : শিশুদের জন্য বাংলায় প্রথমবার আসছে AI চলচ্চিত্র 'খেলাঘর বাঁধতে লেগেছি'! থাকছে আরও নানা চমক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল