New Bengali Movie : শিশুদের জন্য বাংলায় প্রথমবার আসছে AI চলচ্চিত্র 'খেলাঘর বাঁধতে লেগেছি'! থাকছে আরও নানা চমক
- Published by:Sayani Rana
- Reported by:Manash Basak
Last Updated:
New Bengali Movie : 'খেলাঘর বাঁধতে লেগেছি' কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
advertisement
1/5

'খেলাঘর বাঁধতে লেগেছি' কলকাতার প্রথম এ.আই চলচ্চিত্র। তাও আবার বানানো হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। বর্তমান প্রজন্মের ওপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করছে, এই সিনেমায় সেটাই দেখানো হবে।
advertisement
2/5
মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্থসারথি দেব, জয় সেনগুপ্ত, বাসাবদত্তা চট্টোপাধ্যায়, ধ্রুব মুখোপাধ্যায়, প্লাবন দেব, শ্রীজা ভট্টাচার্য। ছবিটি পরিচালনা করেছেন শিবাজী দত্ত।
advertisement
3/5
এক শিশু বাস্তবের বাবা-মাকে নিজের কাছে পায় না, তাই সে আশ্রয় হিসেবে বেছে নেয় এক কাল্পনিক বন্ধুকে।
advertisement
4/5
গল্পের মূল চরিত্র চারজন- প্রবোধচন্দ্র, তার ছেলে অমিতাভ, অমিতাভের স্ত্রী হেম ও অমিতাভের দুই ছেলে মেঘ আর বিদ্যুৎ। কিন্তু তাদের বাবা পারিবারিক ব্যবসা নিয়ে, আর মা নিজের অস্তিত্বের লড়াইয়ে এতটাই ব্যস্ত থাকে যে ছেলেদের সময় দিতে পারে না। তবে বাবা-মা তাদের অবহেলা করলেও ভালবাসায় ভরিয়ে রাখে দাদু।
advertisement
5/5
\কিন্তু বাবা-মা ছেলেদের সময় না দেওয়ায়, আসতে থাকে নানা সমস্যা। ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কোন খাতে বইবে প্রবোধচন্দ্র, অমিতাভ, হেম, মেঘ আর বিদ্যুৎ-এর জীবন? তার উত্তর মিলবে 'খেলাঘর বাঁধতে লেগেছি' ছবিতে। খুব তাড়াতাড়ি ছবিটির শুভ মুক্তি হতে চলেছে।