Naga-Samantha: অবশেষে খুঁজে পেলেন নিজের 'ভালবাসা'কে, নাগার পর সামান্থাকে নিয়ে তোলপাড় নেটদুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Naga-Samantha: নাগার পর এবার সামান্থা৷ সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নতুন প্রেমের খবর দিলেন নায়িকা৷
advertisement
1/6

বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন। ২ রা অক্টোবরই নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্সের ঘোষণা করেছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু । তারপর থেকে বারেবারেই খবরের শিরোনামে উঠে এসেছেন সামান্থা প্রভু ও নাগা চৈতন্য।
advertisement
2/6
বিচ্ছেদের পর থেকে পুরোপুরি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সামাস্থা৷ একের পর এক ছবি ও সিরিজে কাজ করছেন দক্ষিণী সুন্দরী ৷ নাগাও ব্যস্ত নিজের কাজ নিয়ে৷ এর মধ্যেই শোনা যাচ্ছে নাগার জীবনে এসেছে নতুন এক নারী৷ জানা যাচ্ছে, শোভিতা ধুলিপালার সঙ্গে রিলেশিনশিপে রয়েছেন নাগা৷
advertisement
3/6
বিচ্ছেদের পর থেকে পুরোপুরি কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সামাস্থা৷ একের পর এক ছবি ও সিরিজে কাজ করছেন দক্ষিণী সুন্দরী ৷ নাগাও ব্যস্ত নিজের কাজ নিয়ে৷ এর মধ্যেই শোনা যাচ্ছে নাগার জীবনে এসেছে নতুন এক নারী৷ জানা যাচ্ছে, শোভিতা ধুলিপালার সঙ্গে রিলেশিনশিপে রয়েছেন নাগা৷
advertisement
4/6
সম্প্রতি স্পাই থ্রিলার সিরিজ 'সিটাডেল'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী৷ সেই ছবির শ্যুটিং থেকে একটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছেন অভিনেতা৷ ছবির ক্যাপশনেই নিজের ভালবাসার কথা জানিয়েছেন সামান্থা৷ আপাতত কাজেই পুরোপুরি ফোকাস করেছেন নায়িকা৷
advertisement
5/6
অন্যদিকে বিচ্ছেদের দুই বছর পার হয়ে গেলেও এখনও পুরোনো স্মৃতি বয়ে বেরাচ্ছেন নায়িকা৷ নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে থাকাকালীন বুকের পাঁজরের কাছে চৈ নামে ট্যাটুটি করেছিলেন সামান্থা৷ ট্যাটুটি এখনও মোছেননি অভিনেত্রী৷ তবে কি প্রাক্তনকে এখনও ভুলতে পারছেন না নায়িকা৷ যদিও এর কোনও উত্তর জানা যায় নি৷
advertisement
6/6