TRENDING:

Kartik Aaryan Remuneration: ছবির ১০০ কোটি ব্যবসা, নিজের পারিশ্রমিক কতটা বাড়ালেন কার্তিক আরিয়ান?

Last Updated:
Bollywood Hero Fees: ছবি হিট হওয়ার পর বলিউড হিরোরা প্রায় দ্বিগুণ করে দেন নিজেদের পারিশ্রমিক, এমন চলে আসছে৷
advertisement
1/6
ছবির ১০০ কোটি ব্যবসা, নিজের পারিশ্রমিক কতটা বাড়ালেন কার্তিক আরিয়ান?
বলিউডের লম্বা দৌড়ের ঘোড়া তো তিনি বটেই! সেখানে যা দিয়ে সাফল্যের বিচার হালে হয়, সেই লক্ষ্যে বেশ কয়েক বছর ধরেই এগিয়ে চলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। অবশেষে তাঁর অভিনীত ছবি ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা তুলে দিয়েছে। আর তার পর থেকেই জোর গুজব- নায়ক না কি নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন, গুজবে কান দিলে বলতে হয় প্রায় দ্বিগুণ!
advertisement
2/6
তা, সত্যি বলতে কী, গুজব ছড়ানোর কারণ আছে বইকি! সে কথা স্পষ্ট মেনে নিয়েছেন কার্তিকের বহু ছবির প্রযোজক সংস্থা টি-সিরিজের (T-Series) কর্ণধার, বলিউডের ডাকসাইটে প্রযোজক ভূষণ কুমার (Bhushan Kumar)। সাফ জানিয়েছেন তিনি, একটা ছবি হিট হলেই বলিউডে অভিনেতারা নিজেদের পারিশ্রমিকের হার বাড়িয়ে দেন চড়চড়িয়ে, এ কোনও নতুন কথা নয়। কিন্তু কালে-দিনে ওই বাড়তি টাকার অঙ্কই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়, তখন আর তাঁরা ছবি পান না, অত টাকা দেওয়ার সামর্থ্য সবার থাকে না বলে!
advertisement
3/6
ভূষণ তাহলে কী বলতে চাইলেন? কার্তিক পারিশ্রমিক বাড়িয়ে খাল কেটে কুমির আনছেন? উঁহু! কার্তিক যে পারিশ্রমিক বাড়াননি, সে কথা বেশ জোর দিয়েই বলছেন ভূষণ। সেই সঙ্গে বলিউডের হালের ব্যবসার ট্রেন্ডটা বুঝিয়ে দিয়ে নায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলছেন, দুঃসময়ে কার্তিক তাঁদের পাশে থেকেছেন। ব্যাপারটা খোলসা করা যাক!
advertisement
4/6
ভূষণ হিসেব দিয়ে জানিয়েছেন যে যতই ১০০ কোটি নিয়ে মাতামাতি হোক, ৯০ কোটির কাছাকাছি গেলেই ছবি যথেষ্ট ব্যবসা করেছে বলে ধরা হয়। সেই দিক থেকে কার্তিকের এখন নয়, অনেক আগে থেকেই গুজব মতো পারিশ্রমিক বাড়ানোর কথা, কিন্তু তিনি তা করেননি! পতি, পত্নী অউর উও (Pati Patni Aur Woh) ব্যবসা করেছিল ৯২ কোটি টাকার, ভূষণের মতে সেটা সুপারহিট ছবি। ভুল ভুলাইয়া ২, ১৫০ কোটি ছুঁয়ে ফেলেছে ঠিকই, কিন্তু ওটা ৮০-৯০ কোটির ব্যবসা দিলেও মন্দ ছিল না, দাবি প্রযোজকের। তাঁর আশা, কার্তিকের সঙ্গে টি-সিরিজের পরের ছবি শেহজাদাও (Shehzada) ভালোই ব্যবসা করবে!
advertisement
5/6
এই হিসেব পেশ করে ভূষণ বলছেন যে কার্তিক চাইলে অনেক দিন আগে থেকেই তাঁর পারিশ্রমিক বাড়াতে পারতেন, কিন্তু তিনি তা করেননি! করেননি বলেই কোভিডকালে টি-সিরিজ বাজেটের সঙ্গে আপোস না করে ছবি বানিয়ে যেতে পেরেছে, কার্তিককে বেশি টাকা দিতে হলে যা সম্ভব হত না!
advertisement
6/6
নায়ক নিজেও সেটাই বলছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল মারফত- 'প্রোমোশন' হয়েছে, 'ইনক্রিমেন্ট' নয়! এবার এই 'প্রোমোশন' নতুন ছবির নাম না অন্য কিছু, সে আশা করা যায় পরে তিনিই খোলসা করে দেবেন!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Kartik Aaryan Remuneration: ছবির ১০০ কোটি ব্যবসা, নিজের পারিশ্রমিক কতটা বাড়ালেন কার্তিক আরিয়ান?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল